আজকাল ওয়েবডেস্ক: এগিয়ে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে পাকিস্তান ক্রিকেটে বড় ধাক্কা। বিগ ব্যাশ লিগে হাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়লেন চ্যাম্পিয়ন পাক বোলার শাহিন আফ্রিদি। বিগ ব্যাশে ম্যাচটা ছিল  ব্রিসবেন হিট বনাম অ্যাডিলেড স্ট্রাইকার। আফ্রিদি ৩ ওভার হাত ঘোরান। ২৬ রান দিয়ে কোনও উইকেট পাননি। 

অ্যাডিলেড স্ট্রাইকারের রান তাড়া করার সময়ে চোট পান শাহিন আফ্রিদি। তখন ১৪-তম ওভার চলছে। জ্যাভিয়ার বার্টলেট ইয়র্কার করতে গিয়েছিলেন। কিন্তু ইয়র্কার ঠিকঠাক হয়নি। জ্যামি ওভারটন মিড অন অঞ্চলে জোরালো শট মারেন। সেই বল ধরার চেষ্টা করেন আফ্রিদি। খোঁড়াতে থাকেন তিনি। বেশিক্ষণ মাঠে থাকতে পারেনি পাকিস্তানের তারকা বোলার। ডান হাঁটুতে যন্ত্রণা অনুভব করছেন সেই দিকে তিনি ঈঙ্গিত করেন। শেষমেশ তিনি মাঠ ছেড়ে উঠে যান। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশিত হয়েছে। সব দেশগুলোই শেষ মুহূর্তের তুলির টান দিতে প্রস্তুত। পাকিস্তানও তৈরি হচ্ছে। কিন্তু বিশ্বকাপের আগে শাহিন শাহ আফ্রিদির এই চোট কিন্তু ভাবাবে পাকিস্তানকে। তারাও চাইবে বিশ্বকাপের আগে দ্রুত সেরে উঠুন শাহন আফ্রিদি। 

 

?ref_src=twsrc%5Etfw">December 27, 2025

২০০৯ সালে শেষবার পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল। ১৭ বছর পরে কি ফের বিশ্বজয় করতে পারবে পাকিস্তান? 

টি-টোয়েন্টি ফরম্যাটে শাহিন আফ্রিদির সময়টা ভাল যাচ্ছে না। চারটি ম্যাচে মাত্র ২টি উইকেট নিয়েছেন। ইকোনমি রেট ১১.১৯। বিবিএল-এ শুরুটাও ভাল হয়নি। ব্রিসবেন হিট বনাম মেলবোর্ন রেনিগেডস ম্যাচে বিপজ্জনক বোলিংয়ের জন্য তাঁকে সরিয়ে নিতে হয়। রেনিগেডের ইনিংসের ১৮-তম ওভারে এই ঘটনাটি ঘটে। হাই ফুলটস বলতে যা বোঝায়, তা করে বসেন আফ্রিদি। তার পরই তাঁকে সরিয়ে নেওয়া হয়।