ভুল দিনে চুল কাটলেই সর্বনাশ! নষ্ট হতে পারে সুখ-শান্তি, জানেন জ্যোতিষ মতে সপ্তাহের কোন দিন শুভ?
নিজস্ব সংবাদদাতা
২৭ ডিসেম্বর ২০২৫ ২০ : ০৫
শেয়ার করুন
1
9
আমাদের দৈনন্দিন জীবনে চুল কাটা খুবই সাধারণ একটি বিষয়। কিন্তু জ্যোতিষশাস্ত্র মতে, চুলের সঙ্গে মানুষের এনার্জি, মন ও ভাগ্যের গভীর সম্পর্ক রয়েছে। চুল কাটার সময় ও দিন ঠিক থাকলে তা জীবনে শুভ প্রভাব ফেলতে পারে বলে প্রচলিত বিশ্বাস। আবার ভুল দিনে চুল কাটলে মানসিক অস্থিরতা বা নেতিবাচক শক্তি বাড়তে পারে।
2
9
জ্যোতিষ মতে, সপ্তাহের প্রতিটি দিন কোনও না কোনও গ্রহের দ্বারা নিয়ন্ত্রিত। সেই গ্রহের প্রভাব অনুযায়ী চুল কাটার ফল ভিন্ন ভিন্ন হয়।
3
9
সোমবার (চন্দ্রের দিন)ঃ সোমবার চুল কাটলে মানসিক চাপ কমে বলে মনে করা হয়। যারা অতিরিক্ত দুশ্চিন্তা, অবসাদ বা অস্থিরতায় ভোগেন, তাঁদের জন্য এই দিনটি শুভ। চন্দ্র মন ও আবেগের সঙ্গে যুক্ত, তাই সোমবার চুল কাটলে মন শান্ত থাকে বলে বিশ্বাস।
4
9
বুধবার (বুধের দিন)ঃ বুধবার বুদ্ধি, যুক্তি ও যোগাযোগের প্রতীক। এই দিনে চুল কাটলে চিন্তাশক্তি বাড়ে এবং জীবনের বাধা কমে বলে জ্যোতিষ মতে ধারণা। পড়াশোনা বা কাজের ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে সমস্যা হলে বুধবার চুল কাটা শুভ ফল দিতে পারে।
5
9
শুক্রবার (শুক্রের দিন)ঃ শুক্রবার সৌন্দর্য, প্রেম ও বিলাসিতার প্রতীক। এই দিনে চুল কাটলে রূপ ও আকর্ষণ বৃদ্ধি পায় বলে বিশ্বাস। যাঁরা নিজের লুক বদলাতে চান বা আত্মবিশ্বাস বাড়াতে চান, তাঁদের জন্য শুক্রবার খুবই ভাল দিন।
6
9
রবিবার (সূর্যের দিন)ঃ রবিবার আত্মবিশ্বাস ও নেতৃত্বের দিন। এই দিনে চুল কাটলে আত্মসম্মান ও মনোবল বাড়ে বলে মনে করা হয়। যারা নিজেকে দুর্বল বা হতাশ মনে করছেন, তাঁরা এই দিনে চুল কাটলে ইতিবাচক শক্তি পেতে পারেন।
7
9
শনিবার (শনির দিন)ঃ শনিবার শনি দ্বারা পরিচালিত। জ্যোতিষ মতে, এই দিনে চুল কাটলে পুরনো নেতিবাচক শক্তি দূর হয় এবং জীবনের সমস্যা ধীরে ধীরে কমতে শুরু করে। শনি দশা বা সাড়ে সাতির সময় অনেকেই শনিবার চুল কাটেন।
8
9
মঙ্গলবার কেন এড়িয়ে চলতে বলা হয়? জ্যোতিষ মতে, মঙ্গলবার চুল কাটা শুভ নয়। এই দিনে চুল কাটলে রোগব্যাধি, রক্তচাপ বা শারীরিক দুর্বলতা বাড়তে পারে বলে বিশ্বাস। তাই বহু মানুষ মঙ্গলবার চুল কাটা এড়িয়ে চলেন।
9
9
চুল কাটার এই নিয়মগুলি সম্পূর্ণভাবে জ্যোতিষ বিশ্বাসের ভিত্তি করে রয়েছে। এর কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই। তবে যারা জ্যোতিষে বিশ্বাস করেন, তাঁরা দিন দেখে চুল কাটলে মানসিকভাবে স্বস্তি পান বলে কথিত রয়েছে।