আজকাল ওয়েবডেস্ক: বিজয় হাজারে ট্রফিতে শুরু করেছিলেন সেঞ্চুরি দিয়ে। গুজরাটের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেও সেঞ্চুরির দিকেই এগোচ্ছিলেন বিরাট কোহলি। তাঁর ব্যাট ঝঙ্কার তুলছিল। এই ৩৭-এও থামার কোনও লক্ষ্মণ দেখাচ্ছিলেন না কোহলি। গুজরাটের স্পিনার বিশাল জয়সওয়াল বিরাট ইনিংসের সমাপ্তি টানেন। বিশালের বলে গুজরাট উইকেট কিপার স্টাম্প আউট করেন কোহলিকে। স্কোরবোর্ডে তখন কোহলির নামের পাশে দেখাচ্ছে ৬১ বলে ৭৭ রান। 

ম্যাচের শেষে কোহলি ও জয়সওয়াল ধরা দিলেন একই ফ্রেমে। প্রাক্তন ভারত অধিনায়ক ম্যাচ বলে সই করে তা তুলে দেন জয়সওয়ালের হাতে। একসঙ্গে দু'জনে ছবিও তোলেন। 

জয়সওয়াল পরে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। সেখানে তিনি লেখেন, ''বিশ্ব ক্রিকেটে আধিপত্য বজায় রাখতে দেখেছি আবার সেই মাঠেই তাঁরই উইকেট নেওয়া আমার জীবনের সেরা মুহূর্ত। আমার স্বপ্ন যে বাস্তবে রূপ নেবে তা ভাবিনি কখনও। বিরাট ভাইয়ের উইকেট নেওয়া আমার স্মৃতিতে চিরকাল থেকে যাবে। এই সুযোগ, আমার জার্নি এবং এই সুন্দর খেলাটা আমাকে যা দিয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ।''  

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by VISHAL JAYSWAL (@vishal__official07)