আজকাল ওয়েবডেস্ক: ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তনে শতরান করেন বিরাট কোহলি। শুক্রবার দিল্লির দ্বিতীয় ম্যাচে গুজরাটের বিরুদ্ধেও শুরুটা দারুণ করেন। মনে হয়েছিল আরও একটি বড় ইনিংসের দিকে এগোচ্ছেন। ক্রিজে নামার পর থেকেই ম্যাচের দখল নিয়ে নেন। মাঠের চারদিকে শট খেলেন। পরপর শতরানের দিকে এগোচ্ছিলেন। কিন্তু আচমকা পতন। ম্যাচের গতির বিরুদ্ধে আউট হন কোহলি। তারকা ক্রিকেটারকে ফেরান গুজরাটের স্পিনার বিশাল জয়েসওয়াল। ক্রিজের বাইরে বেরিয়ে মারার চেষ্টা করেন বিরাট। কিন্তু মিস করেন। স্ট্যাম্প আউট হন। ৬১ বলে ৭৭ রান করেন।
একটা সময় পর্যন্ত টক্কর দিচ্ছিল গুজরাট। মনে হয়েছিল ম্যাচ বের করে নেবে। কিন্তু শেষপর্যন্ত পারেনি। ম্যাচ শেষে গুজরাটের তরুণ স্পিনারের সঙ্গে আলাদা করে কথা বলেন বিরাট। ম্যাচ বল সই করার পাশাপাশি পাশে দাঁড়িয়ে কাঁধে হাত দিয়ে ফটো তোলেন কোহলি। সেই ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন জয়েসওয়াল। কোহলিকে টিভিতে দেখে বড় হয়েছেন। তাঁর উইকেট পাওয়া স্বপ্নের মতো। কোহলিকে আউট করার ভিডিও ও পোস্ট করেন। তাতে উঠে এসেছে সেই আবেগতাড়িত মুহূর্ত। আরেকটি বার্তায় তাঁর কাছে এই মুহূর্তের গুরুত্বের কথা তুলে ধরেন। জানান, এই মুহূর্ত আজীবন মনে রাখবেন তিনি। বিজয় হাজারেতে দিল্লির হয়ে প্রথম দুই ম্যাচে খেলেন কোহলি। অন্ধ্র প্রদেশের বিরুদ্ধে ১৩১ রান করেন। গুজরাটের বিরুদ্ধে করেন ৭৭। শুক্রবার রাতে বেঙ্গালুরু বিমানবন্দরে দেখা যায় তাঁকে। বিজয় হাজারের বাকি ম্যাচে খেলার সম্ভাবনা নেই কোহলির।
কেন তাঁকে সর্বকালের অন্যতম সেরা ব্যাটার বলা হয়, তার আরও একবার প্রমাণ দেন বিরাট কোহলি। শুক্রবার বেঙ্গালুরুতে দিল্লির হয়ে গুজরাটের বিরুদ্ধে বিজয় হাজারে ট্রফির ম্যাচে ৭৭ রানের ইনিংস খেলেন। তাঁর এই রান যেমন দলকে সাহায্য করেছে, তেমনই ইতিহাসের পাতায় আরও একবার নাম লেখান। ছাপিয়ে যান অস্ট্রেলিয়ার মাইকেল বিভানকে। লিস্ট এ ক্রিকেটের ইতিহাসে ন্যূনতম ৫০০০ রান থাকা ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ গড় কোহলির। লিস্ট এ-তে বিরাটের গড় ৫৭.৮৭। বিভানের ছিল ৫৭.৮৬। একদিনের ক্রিকেটে অন্যতম সেরা ফিনিশারদের তালিকায় থাকবেন অস্ট্রেলিয়ান তারকা। দীর্ঘ বছর তাঁর রেকর্ড অটুট ছিল। কিন্তু শুক্রবার বিজয় হাজারে ট্রফির ম্যাচে ভেঙে দেন কোহলি।
