আজকাল ওয়েবডেস্ক: ভারতের অনূর্ধ্ব ১৯ দল দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে। সেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত। সেই সফরে ভারতীয় দলের নেতৃত্বের আর্মব্যান্ড থাকবে বৈভব  সূর্যবংশীর হাতে। 

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ভারতের অনূর্ধ্ব ১৯ দল ঘোষণা করেছে। সেই দলে সূর্যবংশীর ডেপুটি করা হয়েছে অ্যারন জর্জকে। আয়ূষ মাহত্রে ও বিহান মালহোত্রাকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে রাখা হয়নি। তাঁদের দু'জনেরই কব্জিতে চোট। দুই ক্রিকেটারই বিসিসিআই-এর সেন্টার অফ এক্সলেন্সে চিকিৎসা ও রিহ্যাবের জন্য যাবেন। আইসিসি-র অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের আগেই তাঁরা দু'জনে সুস্থ হয়ে উঠবেন বলে মনে করা হচ্ছে। বিশ্বকাপের দলে রাখা হয়েছে তাঁদের দু'জনকে। দায়িত্বও বাড়ছে দুই ক্রিকেটারের। 

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ হবে জিম্বাবোয়ে ও নামিবিয়াতে। টুর্নামেন্ট শুরু হবে ১৫ জানুয়ারি। চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। সেই মেগা টুর্নামেন্টে আয়ূষ মাহত্রে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন। বিহান মালহোত্রা সহ-অধিনায়কত্ব করবেন। 

ভারতের অনূর্ধ্ব ১৯ দক্ষিণ আফ্রিকা সফরে তিনটি ওয়ানডে ম্যাচ হবে। ৩ জানুয়ারি থেকে শুরু হবে সেই সিরিজ। বাকি দুটি ম্যাচ হবে ৫ ও ৭ জানুয়ারি। 

২০২৬ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে অংশ নিচ্ছে ১৬টি দল। চারটি গ্রুপে ভাগ করা হবে দলগুলোকে। গ্রুপ পর্বের পরে রয়েছে সুপার সিক্স, সেমিফাইনাল ও ফাইনাল। ফাইনাল হবে হারারেতে। গ্রুপ বি-তে ভারতের সঙ্গে রয়েছে নিউ জিল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ। ভারত পাঁচবারের চ্যাম্পিয়ন দল। 

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ ১৫ জানুয়ারি। প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র। এর পরে ভারতের ম্যাচ রয়েছে বাংলাদেশ (১৭ জানুয়ারি) ও নিউ জিল্যান্ডের (২৪ জানুয়ারি) সঙ্গে।  

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের জন্য ঘোষিত ভারতীয় দল: আয়ূষ মাহত্রে (অধিনায়ক), বিহান মালহোত্রা (সহ অধিনায়ক), বৈভব সূর্যবংশী, অ্যারন জর্জ, বেদান্ত ত্রিবেদী, অভিজ্ঞান কুণ্ডু, হরবংশ সিং, আরএস অম্বরীশ, কণিষ্ক চৌহান, খিলান এ প্যাটেল, মহম্মদ এনান, হেনিল প্যাটেল, ডি দীপেশ, কিষান কুমার সিং, উধভ মোহন।