আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি চর্চায় টেক্সাসের এক খুনের ঘটনা। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, ছেলে বাবাকে খুন করার পর পুলিশি জেরায় জানিয়েছে, তার বিশ্বাস ছিল, বাবার দেহের অঙ্গপ্রত্যঙ্গ নিয়ে গিয়েছে এলিয়েনরা।

এল পাসো পুলিশ বিভাগ জানিয়েছে, বাবাকে খুন করে, পেটের ভিতর থেকে দেহাংশ বের করে এনেছিল ৩৯ বছরের ছেলে। সোমবার ৭৪ বছর বয়সী ভিক্টর জেরার্ডো কন্ট্রেরাসের দেহ নিজের ঘরেই আবিষ্কার করেন অপর ছেলে। দিনকয়েক বাবার কোনও খোঁজ না পেয়ে তিনি ঘরে গিয়েছিলেন খোঁজ করতেই। সেখানে দুর্গন্ধ এবং তার কারণ খুঁজতে গিয়ে রক্তাক্ত অবস্থায় বৃদ্ধের দেহ দেখতে পান তিনি। পুলিশ জানিয়েছে গোটা ঘরেই রক্তের দাগ পাওয়া গিয়েছে। 

পরে তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত জেইমকে মাঝ রাস্তায় আটক করে। বাবাকে খুন করে, তাঁরই জিপ নিয়ে ঘুরে বেড়াচ্ছিল সে। জেইমের হাতেও গভীর ক্ষত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। জেরায় অভিযুক্ত জানায়, সে তার বাবাকে খুন করার আগেই এলিয়েনরা নাকি বৃদ্ধের অঙ্গপ্রত্যঙ্গ নিয়ে চলে গিয়েছিল। পুলিশ জানিয়েছে, মৃতের মাথায় গভীর আঘাত, গলায় ছুরি চালানো হয়েছিল।