আজকাল ওয়েবডেস্ক: একটি বিয়েতে হেনা লাগানোর কাজে ডাকা হয়েছিল ২৬ বছর বয়সী এক বিউটিশিয়ানকে। কাজ শেষ করে বাড়ি ফেরার পথে তিন যুবক চলন্ত গাড়িতে তাকে ও তার বোনকে ধর্ষণের চেষ্টা করে। প্রতিবাদ করায়, অভিযুক্তদের একজন ধারালো অস্ত্র দিয়ে ওই বিউটিশিয়ানের গলায় আঘাত করে, যার ফলে তাঁর মৃত্যু হয়।

এই ভয়াবহ ঘটনার পর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায়। স্থানীয় গ্রামবাসীরা চিৎকার শুনে ঘটনাস্থলে পৌঁছালেও অভিযুক্তরা পালিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত তিন যুবকের মধ্যে বিকাশ ও আদর্শকে গ্রেপ্তার করা হয়েছে। মূল অভিযুক্ত অজয় এখনও পলাতক। নিহত মহিলার স্বামী থানায় অভিযোগ দায়ের করেছেন।

মৃতের তিন বছরের পুত্রসন্তান রয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন এসিপি বিকাশ পাণ্ডে।