আজকাল ওয়েবডেস্ক: বন দপ্তর আজ এক বিবৃতিতে জানিয়েছে, অবশেষে বক্সায় ব্যাঘ্র প্রকল্প এলাকার দুটি গ্রাম গাঙ্গুটিয়া ও ভুটিয়া বস্তির ২৪২টি পরিবারকে প্রকল্প এলাকার বাইরে স্থানান্তরিত করার প্রকল্পটি সার্থক হতে চলেছে। আজ পরিবারগুলির একাউন্টে ক্ষতিপূরণ বাবদ প্রথম কিস্তির মোট ১৮ কোটি ১৫ লক্ষ টাকা জমা পড়েছে। বন’এর বাইরে যাবার পর দ্বিতীয় কিস্তিতে তাঁরা সমপরিমাণ টাকা পাবেন।এছাড়াও বনের বাইরে বসতিস্থাপন করলে তাঁরা সরকারের নানা রকম উন্নয়নমূলক কার্য্যক্রমের সুযোগ-সুবিধাও পাবেন। অপরদিকে, বনাঞ্চলের ভিতরে বন্যপ্রাণের জন্য মুক্ত পরিবেশ গড়ে উঠবে।
