আজকাল ওয়েবডেস্কঃ  বেঙ্গালুরুতে ভাষা নিয়ে অশান্তি! ক্ষোভে ফেটে পড়লেন এক যুবক। জেনে নিন গোটা ঘটনা…

 দক্ষিণ ভারতীয় এবং উত্তর ভারতীয়দের  প্রায়ই ভাষা নিয়ে বিবাদে জড়িয়ে পড়তে দেখা যায়।  সম্প্রতি এমনই একটি ঘটনার নজির ফের ভাইরাল হয়েছে।  ঘটনাটি হল, বেঙ্গালুরুর অটোওয়ালার  সঙ্গে ভাষা নিয়ে বিবাদে জড়িয়ে পড়েন এক যুবক। ভিডিওতে দেখা যাচ্ছে,  ওই যুবককে  অটোচালক হুশিয়ারি দিয়ে বলেন, বেঙ্গালুরুতে এলে কন্নড় ভাষাতেই  কথা বলতে হবে। ওই যুবকও পাল্টা অটোওয়ালাকে জবাব দিয়ে হিন্দিতে কথা বলতে বলেন।  সেইসময় ওই যুবককে কোনও মতে আটকান এক মহিলা। 

এই ঘটনার ভিডিওটি পোস্ট হতেই দ্রুত ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে।  এরপরেই তা নেটিজনদের নজরে আসে। মিশ্র প্রতিক্রিয়া এসেছে ভিডিওটিতে। নেটনাগরিকের অনেকই ওই যুবককে সমর্থন করেছেন।

 

 

 

?ref_src=twsrc%5Etfw">April 18, 2025