আজকাল ওয়েবডেস্ক: দিল্লির মুস্তাফাবাদ এলাকায় শনিবার ভোররাতে একটি চারতলা বিল্ডিং ধসে পড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১। ধ্বংসস্তূপের নিচে এখনও কেউ আটকে আছেন কিনা তা খতিয়ে দেখতে চলছে উদ্ধার কাজ।
দিল্লি পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে ভবনের মালিক ৬০ বছর বয়সী তাহসিনও রয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত ১১ জনের মধ্যে আটজন একই পরিবারের সদস্য। নিহতদের মধ্যে তিনজন মহিলা এবং চারজন শিশু।
আহত হয়েছেন আরও ১১ জন। তাঁদের মধ্যে ছয়জন প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে, তবে পাঁচজন এখনও চিকিৎসাধীন।
উত্তর-পূর্ব জেলার অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার সন্দীপ লাম্বা জানান, ভোর ২:৩৯ মিনিট নাগাদ ভবনটি হঠাৎ ভেঙে পড়ে এবং বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েন। দমকল বিভাগের আধিকারিক রাজেন্দ্র অতওয়াল জানান, ভোর ২:৫০ মিনিট নাগাদ ঘটনার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং উদ্ধার কাজ শুরু করেন। এনডিআরএফ, দিল্লি দমকল এবং অন্যান্য সংস্থাও উদ্ধারকাজে অংশ নিচ্ছে।
দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত গভীর শোক প্রকাশ করেছেন এবং ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, “এই মর্মান্তিক দুর্ঘটনায় মৃতদের প্রতি আমার গভীর শোকজ্ঞাপন। ঈশ্বর তাঁদের আত্মার শান্তি দিন ও শোকসন্তপ্ত পরিবারগুলিকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দিন।”
