আজকাল ওয়েবডেস্কঃ ভারতীয় পড়ুয়ার  নৃশংস হত্যা  কানাডায়।  বাসস্টপে দাঁড়িয়ে থাকাকালীন গুলিবিদ্ধ হন ওই পড়ুয়া। এই ঘটনার নেপথ্যে বিরাট কোনও ষড়যন্ত্র রয়েছে বলে আশঙ্কা পুলিশের।

জানা গিয়েছে, বছর ২১ এর ওই ভারতীয় তরুণী কানাডার হ্যামিল্টন শহরের বাসিন্দা।  ওই শহরের মোহক কলেজে পড়াশোনা করতেন তিনি। তাঁর নাম হরসিমরত রন্ধাওয়া। 
 কর্মস্থলে পৌঁছানর জন্য বাস স্টপে অপেক্ষা করছিলেন তিনি। সেইসময় আচমকাই সেখানে দুটি গাড়ির মধ্যে গুলির লড়াই শুরু হয়ে যায়। তখনই গুলি এসে লাগে তাঁর গায়ে। তাতেই প্রাণ হারান ওই তরুণী।

স্থানীয় পুলিশ সুত্রে খবর, ঘটনাটি ঘটে সন্ধ্যে ৭.৩০ নাগাদ। ঘটনাস্থলে পৌঁছাতেই পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে ওই তরুণীকে।   তড়িঘড়ি তাঁকে  হাসাপাতালে ভর্তি করে পুলিশ। 
শনিবার এই ঘটনায় সমবেদনা জানিয়ে টুইট করেছেন ভারত সরকার। ভারত সরকারের পক্ষ থেকে নিহত তরুণী  পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলেই টুইটে জানানো হয়েছে।

 

?ref_src=twsrc%5Etfw">April 18, 2025