আজকাল ওয়েবডেস্ক:‌ অমানবিক অত্যাচার। চুরির অভিযোগে শ্রমিকদের নখ উপড়ে বৈদ্যুতিক শক দেওয়ার অভিযোগ উঠল ছত্তিশগড়ের এক আইসক্রীম কারখানার মালিকের বিরুদ্ধে।


ছত্তিশগড়ের কোরবা জেলার খাপরাভাট্টি এলাকায় আইসক্রীম কারখানা রয়েছে ছোট্টু গুজ্জরের। ওই কারখানায় রাজস্থানের ভিলওয়ারা থেকে কাজ করতে এসেছিলেন অভিষেক ভামবি ও বিনোদ ভামবি। জানা গেছে, ঠিকাদারের মাধ্যমে ওই কারখানায় শ্রমিকের কাজে নিযুক্ত হয়েছিলেন রাজস্থানের দুই যুবক।


গত ১৪ এপ্রিল কারখানা মালিক ও তাঁর সহযোগী মুকেশ শর্মা দুই শ্রমিককে চোর সন্দেহে মারধর করেন। দু’‌জনের নখ উপড়ে ফেলা হয় বলে অভিযোগ। শরীরে বৈদ্যুতিক শক দেওয়ার অভিযোগও উঠেছে। অত্যাচারের ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওয় দেখা গেছে, এক অর্ধনগ্ন ব্যক্তির নখ উপড়ে ফেলে তাঁকে বৈদ্যুতিক শক দেওয়ার পাশাপাশি মারধর করা হচ্ছে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। 


কোনওমতে কারখানা থেকে পালিয়ে দুই যুবক তাঁদের গ্রামের বাড়িতে ফিরে আসেন। এরপর স্থানীয় গুলাবপুরা থানায় অভিযোগ দায়ের করেন। পাশাপাশি কোরবা জেলার সিভিল লাইনস পুলিশ স্টেশনেও অভিযোগ দায়ের করেন দুই শ্রমিক। এক শ্রমিকের দাবি, তিনি মালিকের থেকে ২০ হাজার টাকা অগ্রিম চেয়েছিলেন। কিন্তু মালিক তা দিতে রাজি না হওয়ায় তিনি চাকরি ছেড়ে দেওয়ার কথা জানান। এরপরই ক্ষুব্ধ মালিক এই অত্যাচার চালান বলে অভিযোগ। এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ।