আজকাল ওয়েবডেস্ক: বয়স তো কেবল একটি সংখ্যা মাত্র। চাইলে যে ১০০ পেরিয়েও রঙিন থাকা যায়, সেকথা আরও একবার প্রমাণ করলেন ইংল্যান্ডের ১০৩ বছর বয়সি এক মহিলা। নিজের ১০৩ তম জন্মদিন পালন করলেন রীতিমতো শ্যাম্পেন খুলে, অর্ধনগ্ন পুরুষ মডেলদের সঙ্গে সময় কাটিয়ে।

ইংল্যান্ডের ল্যাংকেস্টারের বাসিন্দা জোয়ান হার্ডকাসেল ১০৩ এ পা দিয়েছেন সদ্য। আর সেই জন্মদিনের পার্টি ঘিরেই শোরগোল পড়ে গিয়েছে ব্রিটিশ সমাজমাধ্যমে। জোয়ান বর্তমানে থাকেন একটি বৃদ্ধাশ্রমে। সেখানেই তিনি কর্তৃপক্ষকে নিজের অপূর্ণ শখের কথা জানান কিছুদিন আগে। জোয়ানের ইচ্ছে ছিল, লিমুজিন গাড়ি চেপে শ্যাম্পেন খেতে খেতে জন্মদিন পালন করবেন তিনি।

এই ইচ্ছের কথা জানতে পেরে বৃদ্ধাশ্রমের পক্ষ থেকে যোগাযোগ করা হয় জোয়ানের পাঁচ নাতি নাতনি এবং তাঁদের চার সন্তানের সঙ্গে। সকলে মিলেই স্থির করেন, জোয়ানকে সারপ্রাইজ দেওয়া হবে। যেমন ভাবা তেমন কাজ। জন্মদিনের সকালে বৃদ্ধাশ্রম থেকে লিমুজিন গাড়িতে করে অনুষ্ঠানের জায়গায় নিয়ে আসা হয় শতায়ু জোয়ানকে। সেখানে তাঁর জন্য আরও এক উপহার ছিল। একজন বাটলারকে হাজির করা হয়। অর্ধনগ্ন সেই বাটলার নিজের হাতে শ্যাম্পেন পরিবেশন করেন।