আজকাল ওয়েবডেস্ক: জ্যোতিষশাস্ত্র অতিপ্রাচীন কাল থেকেই মানুষের ভাগ্য বিশ্লেষণ করে আসছে। যাঁরা জ্যোতিষে বিশ্বাস করেন, তাঁরা মনে করেন গ্রহ নক্ষত্রের চলন দেখে সঠিক বিশ্লেষণ করা গেলে বিভিন্ন রাশির জাতকদের ভাগ্য বিচার করা যায়। সেই বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজ শনিবার ১৯ এপ্রিল সারাদিন চন্দ্র ধনু রাশিতে ভ্রমণ করবে। আবার আজ তৈরি হচ্ছে দু’টি বিরল যোগ। একদিকে মীন রাশিতে শুক্র, বুধ, রাহু, শনি মিলে চতুর্গ্রহী যোগ তৈরি করছে এবং অন্য দিকে ধনু রাশিতে উপস্থিত চাঁদ মঙ্গলের সঙ্গে মিলে ষড়াষ্টক যোগ তৈরি করেছে। এ ছাড়াও আজ রয়েছে বিরল শিব যোগ। তাই মহাদেবের কৃপায় আজ খুলে যেতে পারে কয়েকটি রাশির ভাগ্য।
মেষ রাশি: মেষ রাশির জাতকদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। বিশেষ করে সরকারি কর্মচারী এবং আইনজীবীদের জন্য আজকের দিনটি ভাল যাওয়ার সম্ভাবনা প্রবল। আর্থিকভাবে দিনটি চমৎকার যেতে পারে।
মিথুন রাশি: আত্মবিশ্বাস বাড়বে। কর্মক্ষেত্রে কার্যকলাপ বৃদ্ধি পাবে এবং ব্যবস্থাপনার কাজগুলি সফলভাবে সম্পন্ন হবে। মিথুন রাশির জাতক জাতিকাদের আজ আর্থিক লাভ বৃদ্ধির যোগ রয়েছে আজ অর্থনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত নিতে পারেন।
তুলা রাশি: পাওনা টাকা আদায় হতে পারে আজ। জীবিকার জন্য চিন্তা থাকবে না, চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। অজান্তেই সঞ্চিত ধন প্রাপ্তির যোগ রয়েছে।
ধনু রাশি: আর্থিক সিদ্ধান্ত নিলে তা সম্পদ বৃদ্ধির সহায়ক হতে পারে। কর্মক্ষেত্রে ধনু রাশির জাতক জাতিকাদের ইতিবাচক মনোভাব প্রশংসিত হবে। ইন্টারভিউতেও সাফল্য লাভের যোগ রয়েছে। স্বাস্থ্যও ভাল থাকবে।
মীন রাশি: জীবনে সুখ ও আনন্দ বৃদ্ধি পাবে। চাকরি ও ব্যবসায়িক দিক থেকে দিনটি অত্যন্ত ভাল। একদিকে সম্মান ও প্রতিপত্তি বাড়বে অন্যদিকে আর্থিক অবস্থাও আরও ভাল হবে।
তবে মনে রাখবেন, এই রাশিফল একটি সাধারণ ধারণা মাত্র। আপনার ভাগ্য আপনার কর্ম এবং সিদ্ধান্তের উপর নির্ভরশীল।
