আজকাল ওয়েবডেস্ক: হোলির দিন সরকারি অর্থে ব্যক্তিগত পার্টি আয়োজন করে বিতর্কে জড়ালেন হিমাচল প্রদেশের প্রধান সচিব প্রবোধ সাক্সেনা। বিজেপি এবং প্রাক্তন আইএএস আধিকারিকরা তীব্র সমালোচনায় সরব হয়েছেন, কারণ প্রায় ১.২২ লক্ষ টাকার বিল রাজ্য সরকারকে মেটানোর অনুরোধ করা হয়েছে।
এই অনুষ্ঠানে প্রায় ৭৫ জন আধিকারিক এবং তাঁদের পরিবার উপস্থিত ছিলেন। স্থান ছিল হিমাচল পর্যটন উন্নয়ন নিগম (HPTDC)-এর অধীন Holiday Home Hotel, যেটি সম্প্রতি আর্থিক অনিয়ম এবং বকেয়া অর্থ নিয়ে আদালতের তিরস্কারের মুখে পড়েছিল।
উল্লেখযোগ্যভাবে, ১৯৯১ ব্যাচের আইএএস আধিকারিক সাক্সেনা গত ৩১ মার্চ অবসর নেওয়ার দিনই ছয় মাসের জন্য এক্সটেনশন পান।
এই হোলি অনুষ্ঠানের বিল পাঠানো হয় জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে (GAD)। যদিও প্রশাসনের তরফে এখনও টাকা মঞ্জুর করা হয়নি, কারণ প্রশ্ন উঠেছে—এই ধরনের ব্যয় রাজ্য কোষাগার থেকে বহন করা উচিত কি না।
সোশ্যাল মিডিয়ায় বৃহস্পতিবার ওই বিলের একটি কপি ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, অতিথিদের জন্য খাবারের খরচ প্লেট প্রতি ১,০০০ টাকা, মোট ৭৫,০০০ টাকা। তার উপরে ২২,৩৫০ টাকা জিএসটি এবং আধিকারিকদের গাড়ির চালকদের জন্য খাবারের খরচ ১২,৮৭০ টাকা।
সরকারি অর্থে এমন ব্যক্তিগত অনুষ্ঠানের খরচ তোলার চেষ্টা নিয়ে প্রশাসনিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে তদন্তের দাবি উঠেছে।
