আজকাল ওয়েবডেস্ক: এপ্রিলের মাঝামাঝিতে তাপপ্রবাহ থেকে মুক্তি। হু-হু করে নামল পারদ। আজ, বৃহস্পতিবার থেকে টানা পাঁচদিন একাধিক রাজ্যে তুমুল দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। কয়েকটি রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। জারি হল সতর্কতাও।
মৌসম ভবন জানিয়েছে, আজ বিহার, অসম, মেঘালয়ে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামী ২০ থেকে ২২ এপ্রিল পর্যন্ত অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ পশ্চিম রাজস্থান, পূর্ব মধ্যপ্রদেশ, পূর্ব অসমে ঘূর্ণাবর্তের জেরে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি, ঘণ্টায় ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও আগামী পাঁচদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি রয়েছে।
আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, শুক্রবার ও শনিবার জম্মু ও কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি তামিলনাড়ু, পুদুচেরি, অন্ধ্রপ্রদেশের উপকূলে, তেলেঙ্গানা, কর্ণাটকে আগামী পাঁচদিন তুমুল বৃষ্টির দাপট আরও বাড়বে। স্থানীয়দের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
