আজকাল ওয়েবডেস্ক: স্কুলে নিয়োগ নিয়ে জটিলতার জন্য এবার কুণাল ঘোষের নিশানায় আইনজীবী ও সিপিএম নেতা বিকাশ ভট্টাচার্য। শনিবার নিজের বাড়িতে এসএলএসটি"র ১৬ জন প্রার্থীদের সঙ্গে এক বৈঠকের পর বিকাশকে নিশানা করে তৃণমূলের এই মুখপাত্রের দাবি, "আপনারা এঁদের থেকে দূরে থাকুন। চাকরিপ্রার্থীদের অসহায়তা নিয়ে রাজনীতি করবেন না।"
গত ২০১৬ তে এসএলএসটির শরীর শিক্ষা, কর্মশিক্ষা বিভাগের পরীক্ষায় এই প্রার্থীরা উত্তীর্ণ হন। এদিন কুণাল বলেন, এঁদের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে ১৬০০ শূন্যপদ তৈরি হয়। তৈরি হয় সুপারিশ পত্র। কিন্তু শেষপর্যন্ত আইনি জটিলতায় এঁরা এখনও চাকরি পাননি। কুণাল বলেন, "আদালতের স্থগিতাদেশ হয়ে আছে। যা না উঠলে চাকরি দেওয়া সম্ভব নয়।" এই প্রসঙ্গেই বিকাশ ভট্টাচার্য-সহ একাংশের আইনজীবীকে আক্রমণ করেন কুণাল।
কুণালের অভিযোগের উত্তরে বিকাশ ভট্টাচার্য বলেন, "কুণালবাবু যখন গ্রেপ্তার হয়েছিলেন তখন তাঁর হয়েও তো একজন আইনজীবী মামলা করেছিলেন। ওই মামলা কি কুণালবাবু করেছিলেন না উকিলরা করেছিলেন? আসলে এঁরা দুর্নীতিগ্রস্ত এবং এখন পালানোর পথ পাচ্ছেন না তাই একজন আইনজীবী যিনি সিপিএমের সঙ্গে যুক্ত তাঁকে "টার্গেট" করে রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টা।"
গত ২০১৬ তে এসএলএসটির শরীর শিক্ষা, কর্মশিক্ষা বিভাগের পরীক্ষায় এই প্রার্থীরা উত্তীর্ণ হন। এদিন কুণাল বলেন, এঁদের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে ১৬০০ শূন্যপদ তৈরি হয়। তৈরি হয় সুপারিশ পত্র। কিন্তু শেষপর্যন্ত আইনি জটিলতায় এঁরা এখনও চাকরি পাননি। কুণাল বলেন, "আদালতের স্থগিতাদেশ হয়ে আছে। যা না উঠলে চাকরি দেওয়া সম্ভব নয়।" এই প্রসঙ্গেই বিকাশ ভট্টাচার্য-সহ একাংশের আইনজীবীকে আক্রমণ করেন কুণাল।
কুণালের অভিযোগের উত্তরে বিকাশ ভট্টাচার্য বলেন, "কুণালবাবু যখন গ্রেপ্তার হয়েছিলেন তখন তাঁর হয়েও তো একজন আইনজীবী মামলা করেছিলেন। ওই মামলা কি কুণালবাবু করেছিলেন না উকিলরা করেছিলেন? আসলে এঁরা দুর্নীতিগ্রস্ত এবং এখন পালানোর পথ পাচ্ছেন না তাই একজন আইনজীবী যিনি সিপিএমের সঙ্গে যুক্ত তাঁকে "টার্গেট" করে রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টা।"
