মিল্টন সেন, হুগলি: অনুষ্ঠিত হয়ে গেল চন্দননগর পুলিশ কমিশনারেটের সপ্তম বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। শুক্রবার শুরু হওয়া দুদিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিজি হোমগার্ড বিবেক সহায়। প্রতিযোগিতায় ছিল মহিলা পুরুষ দুই বিভাগে দৌড়, লং জাম্প, হয় জাম্প, সটপাট থ্রো, ভলিবল, টাগ অফ ওয়ার, মিউজিক্যাল চেয়ার সহ শিশুদের নানা প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন কমিশনারেটের একাধিক থানার পুলিশ আধিকারিক এবং কর্মীরা। অংশগ্রহণ করেন পুলিশ কমিশনার অমিত পি জাভালগী, ডিজি ফায়ার রণবীর কুমার, আই জি ট্রাফিক ডি পি সিং, হুগলির জেলাশাসক মুক্তা আর্য, ডিসি হেড কোয়ার্টার ঈশানি পাল সহ পুলিশ প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকেরা। দ্বিতীয় দিনে চুঁচুড়া পুলিশ লাইনে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, প্রাক্তন মন্ত্রী অসীমা পাত্র, তপন দাশগুপ্ত, বিধায়ক অসিত মজুমদার সহ পুলিশ প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকেরা।
ছবি: পার্থ রাহা