আজকাল ওয়েবডেস্কঃ গাজিয়াবাদে পুলিশের বিরুদ্ধে উঠল মহিলাকে হেনস্থার অভিযোগ। সম্প্রতি এই ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে  মহিলার সঙ্গে উচ্চস্বরে পুলিসকে  কুকথা বলতে শোনা গিয়েছে। ঘটনা হল, মহিলা থানায় দায়িত্বে থাকা পুলিশকে বারবার লিখিত অভিযোগ দায়ের করার অনুরোধ জানালে, কর্মরত পুলিশ রেগে যান।  এমনকি ওই  মহিলাকে পুলিশি হুশিয়ারির মুখে পর্যন্ত  পড়তে হয়।  

পুলিশকে অভিযোগ দায়ের করতে বলাই যেন মহিলার  অপরাধ, যার কারণে ভরা থানায় রীতিমতো মহিলাকে অপমান করেন কর্মরত পুলিশ। ভিডিওতে নিচুস্বরে মহিলাকে  পুলিশের কাছে অভিযোগ জানাতে দেখা যাচ্ছিল। পুলিশ তাঁর কথা শুনে চটে যান। মহিলা রেগে যাওয়া কারণ প্রশ্ন করেন। এরপরেই ওই  পুলিশ কর্মী মেজাজ হারান এবং ওই   মহিলার সঙ্গে অকথ্য ভাষায় কথা বলতে শুরু করেন তিনি।

এ ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। পুলিশের   আচরণ দেখে রেগে লাল গিয়েছেন নেটিজেনরা ।