আজকাল ওয়েবডেস্ক: চুল ভাল রাখার জন্য একাধিক নিয়ম মেনে চলা প্রয়োজন। বিশেষ করে ইদানীং অনিয়ন্ত্রিত জীবনধারা, দূষণ, মানসিক চাপ সহ একাধিক কারণে অল্প বয়স থেকেই চুলের নানা সমস্যা দেখা দেয়। যার জন্য কেউ ব্যবহার করেন নামীদামি প্রসাধনী, কেউ আবার ঘরোয়া পরিচর্যায় ভরসা রাখেন। তবে চুলের স্বাস্থ্যের জন্য শ্যাম্পু যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা বলাই বাহুল্য। অতিরিক্ত শ্যাম্পু ব্যবহারে যেমন চুলের ক্ষতি হয়, আবার স্ক্যাল্প পরিষ্কার না করলেও চুল পড়ার সমস্যা বাড়ে। তাহলে ঠিক কতদিন অন্তর শ্যাম্পু করা উচিত জানেন? বিশেষজ্ঞদের মতে, আপনি কতদিন অন্তর শ্যাম্পু করবেন তা আপনার চুলের ধরন, জীবনযাত্রা সহ বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। জেনে নেওয়া যাক সেই বিষয়ে-

তৈলাক্ত চুল: যদি আপনার চুল তৈলাক্ত হয়, তবে শ্যাম্পুর একদিন পরই চুল তেলতেলে হয়ে যেতে পারে। এক্ষেত্রে প্রতিদিন বা একদিন অন্তর শ্যাম্পু করা জরুরি। তবে, মাইল্ড, সালফেটমুক্ত শ্যাম্পু ব্যবহার করলেই চুলের স্বাস্থ্য ঠিক থাকবে।

শুষ্ক চুল: শুষ্ক চুল সাধারণত নিস্তেজ হয় এবং খুব সহজে ডগা ফেটে যায়। শুষ্ক চুলে অতিরিক্ত শ্যাম্পু করলে চুলের তৈলাক্ত ভাব নষ্ট হয়ে যেতে পারে। এই ধরনের চুলে সপ্তাহে দুই থেকে তিনবার শ্যাম্পু করতে পারেন। চুলের আর্দ্রতা বজায় রাখতে কন্ডিশনার ব্যবহার করা জরুরি।

স্বাভাবিক চুল: স্বাভাবিক চুল তেলযুক্ত বা শুষ্ক নয়। যে কোনও স্টাইল এই চুলে ভালভাবে ধরে রাখা যায়। এই ধরনের চুলের জন্য সপ্তাহে দুই থেকে তিন বার শ্যাম্পু করা যথেষ্ট। এমন ধরনের মৃদু শ্যাম্পু ব্যবহার করুন যা চুলের স্বাভাবিক তৈলাক্ত ভাব ধরে রাখে।

কোঁকড়ানো চুল: এই ধরনের চুল সাধারণত শুষ্ক হয় কারণ স্ক্যাল্পের প্রাকৃতিক তেল চুলের অন্যান্য অংশে পৌঁছতে পারে না। এক্ষেত্রে সপ্তাহে একবার শ্যাম্পু করা যথেষ্ট। কোঁকড়ানো চুলের স্বাস্থ্য ঠিক রাখতে ময়েশ্চারাইজিং, সালফেটমুক্ত শ্যাম্পু এবং ডিপ কন্ডিশনার ব্যবহার করতে পারেন।

এছাড়াও যদি আপনি নিয়মিত ব্যায়াম করেন বা ঘাম ঝরে এমন কোনও কাজে যুক্ত থাকেন, তাহলে ঘন ঘন শ্যাম্পু করা জরুরি। কারণ স্ক্যাল্পে ঘাম জমে চুলের স্বাস্থ্যহানি করে। বেশি দূষণ, ধোঁয়া বা ধূলোর সংস্পর্শে থাকলেও নিয়মিত শ্যাম্পু করা প্রয়োজন।