আজকাল ওয়েবডেস্ক: আইপিএলে একটা বছর অনেক পার্থক্য গড়ে দিতে পারে। যা দেখা গেল কেকেআর-পাঞ্জাব কিংস ম্যাচে। ২০২৪ আইপিএলে সবচেয়ে বড় রান তাড়া করে জেতার নজির গড়ে প্রীতি জিন্টার ফ্র্যাঞ্চাইজি। তার একবছর পর সবচেয়ে কম রান ডিফেন্ড করার রেকর্ড করল পাঞ্জাব। কাকতালীয়ভাবে প্রতিপক্ষ এক। কলকাতা নাইট রাইডার্স। ১১২ রান তাড়া করতে ব্যর্থ হয় নাইটরা। একটা সময় মনে হয়েছিল অনায়াসেই ম্যাচ জিতবে শাহরুখ খানের দল। কিন্তু চার উইকেট তুলে নিয়ে ম্যাচের রং বদলে দেন যুজবেন্দ্র চাহাল।
পিচ ব্যাটারদের জন্য কঠিন ছিল। দুই দলের ব্যাটাররাই রান করতে হিমশিম খায়। লো স্কোরিং ম্যাচে হয়। তবে আইপিএলের ইতিহাসে স্থান পেয়ে গিয়েছে ম্যাচটি। খেলা শেষে হাত মেলান দুই অধিনায়ক অজিঙ্ক রাহানে এবং শ্রেয়স আইয়ার। কেকেআরের অধিনায়ক মেনে নেন, তাঁর দল খুব বাজে ব্যাট করেছে। শ্রেয়সকে রাহানে বলেন, 'আমরা খুব ফালতু ব্যাটিং করেছি।' রাহানের এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। রঞ্জিতে দু'জনেই মুম্বইয়ের হয়ে খেলেন। মঙ্গলবার নাইট নেতার আউট হওয়াই ম্যাচের টার্নিং পয়েন্ট। চাহালের বলে এলবিডব্লু হন রাহানে। কিন্তু বল অফ স্ট্যাম্পের বাইরে ছিল। তবে রিভিউ নেননি কেকেআর অধিনায়ক। ম্যাচের পর রাহানে জানান, তিনি নিশ্চিত ছিলেন না। তাই রিভিউ নষ্ট করতে চাননি। অন্য প্রান্তে থাকা ব্যাটার অঙ্গকৃষ রঘুবংশীকে জিজ্ঞেস করেন তিনি। তিনিও স্পষ্টভাবে কিছু বলতে পারেননি। সেই কারণেই রিভিউ নেননি রাহানে। হারের দায় নিজের কাঁধে তুলে নেন নাইটদের নেতা। সোমবার ঘরের মাঠে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে কেকেআরের পরের ম্যাচ। ঘরের মাঠে প্রত্যাবর্তন করতে মরিয়া থাকবে রাহানে অ্যান্ড কোম্পানি।
