আজকাল ওয়েবডেস্ক: জেতা ম্যাচ কীভাবে হারল কেকেআর? চণ্ডিগড়ের মুল্লানপুরে ম্যাচ শেষে এই প্রশ্ন উঠবেই। হারের দায় নিজের কাঁধে নিলেন অজিঙ্ক রাহানে। যতক্ষণ তিনি ক্রিজে ছিলেন, কেকেআর সঠিক পথেই ছিল। তিনি আউট হতেই ব্যাটিং অর্ডার হুড়মুড়িয়ে পড়ে। সবচেয়ে বড় বিষয় হল, নাইটদের নেতা আউট ছিলেন না। চাহালের বল অফ স্ট্যাম্পের বাইরে ছিল। কিন্তু তাসত্ত্বেও রিভিউ নেননি রাহানে। হারের পর দায় নিজের ওপরই নিলেন কেকেআরের অধিনায়ক। রাহানে বলেন, 'আমি হারের দায় নিজের কাঁধেই নিচ্ছি। আমি ভুল শট খেলেছি। সেখান থেকেই পতনের শুরু। আমি সুযোগ নিতে চাইনি। আমি নিশ্চিত ছিলাম না। অঙ্গকৃষও নিশ্চিতভাবে কিছু বলতে পারছিল না। তাই আর রিভিউ নিইনি।'
দায় নিলেও এই হারে যে তিনি চূড়ান্ত হতাশ, সেটা জানাতে দ্বিধা করলেন না। উইকেট ব্যাটিংয়ের জন্য খুব উপযুক্ত না হলেও, ১১১ রান তাড়া করা যেত, জানান কেকেআরের অধিনায়ক। হারের জন্য ব্যাটারদের দুষলেন। রাহানে বলেন, 'এই উইকেটে ব্যাট করা সহজ ছিল না। তবে ১১১ রান তাড়া করে জেতা যেত। আমরা খুব খারাপ ব্যাট করেছি। শক্তিশালী পাঞ্জাবের বিরুদ্ধে বোলাররা ভাল পারফর্ম করেছিল। কিন্তু আমরাই বেহিসেবী ব্যাট করি। ইউনিট হিসেবে এই হারের দায়বদ্ধতা নিতে হবে। এই মুহূর্তে আমার মাথায় অনেক কিছু চলছে। চূড়ান্ত হতাশ। মাথা ঠাণ্ডা রেখে ভাবতে হবে ছেলেদের কী বলব।' রাহানেকে এর আগে এইভাবে আবেগের বহির্প্রকাশ করতে দেখা যায়নি। এই অপ্রত্যাশিত হার তাঁর ওপর কতটা প্রভাব ফেলেছে বোঝাই যাচ্ছে। কেকেআরের পরের ম্যাচ ঘরের মাঠে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে।
