আজকাল ওয়েবডেস্ক: দাঁত নিয়ে সমস্যা নেই এমন মানুষ মেলা ভার। সেখানে কোনও সমস্যা হলেই সোজা চিকিৎসকের কাছে চলে যাওয়া। তবে এবার এসেছে বিরাট সমাধান।


লন্ডনের কিংস কলেজের বিজ্ঞানীরা একটি বিরাট আবিষ্কার করে ফেলেছেন। তারা নিজেদের ল্যাবরেটরিতে তৈরি করে ফেলেছেন দাঁত। নকল নয়, একেবারে আসল দাঁত। যারা দাঁত নিয়ে প্রতিদিন সমস্যায় ভোগেন তাদের কাছে এটি হতে পারে একটি যুগান্তকারী আবিষ্কার।


এই কলেজের বিজ্ঞানীরা বহুদিন ধরেই দাঁত নিয়ে নানা ধরণের পরীক্ষা করছিলেন। সেখানে তারা বারে বারে দেখেছেন দাঁতের সমস্যা পৃথিবীরে সবথেকে বেশি মানুষের সমস্যা। আর যদি উপায় না থাকে তাহলে দাঁত তোলা ছাড়া বা ফিলিং করা ছাড়া বিকল্প থাকে না।


ল্যাবরেটরিতে যে দাঁত তৈরি করা হবে সেটি অতি সহজেই বসিয়ে দেওয়া হবে যেকোনও মানষের খালি দাঁতের জায়গায়। তবে অবাক করা বিষয় হবে সেই দাঁত অতি সহজেই আপনার নিজের মুখের সঙ্গে মানিয়ে নিয়ে সেখানে নিজের ঘর করে নেবে। সেটি একেবারে নিজের দাঁতের মতোই কাজ করবে। ফলে সেটিকে নকল বলার কোনও প্রশ্ন থাকবে না।


দাঁত যদি ভাল থাকে তাহলে প্রতিটি মানুষের হজমের সমস্যা থাকে না। সেখানে যদি দাঁত না থাকে তাহলে সবার আগে পেটের নানা ধরণের সমস্য তৈরি হয়ে থাকে। নতুন যে দাঁত তৈরি করা হয়েছে তার ক্ষমতা আসল দাঁতের মতোই থাকবে। সেখানে কোনও সমস্যা তৈরি হবে না। 

 


ইতিমধ্যে বেশ কয়েকজনের মুখে এই দাঁতকে বসিয়ে দেওয়া হয়েছে। সেগুলি আসল দাঁতের মতো করেই কাজ করছে। সেখানে কোনও সমস্যা হচ্ছে না বলেই জানানো হয়েছে। এমনকি বিজ্ঞানীদের তৈরি করা এই দাঁত অতি সহজেই মুখের অন্য নার্ভের সঙ্গে যুক্ত হয়েছে যা পরবর্তীকালে কোনও সমস্যা তৈরি করছে না। 

 


বিজ্ঞানীরা মনে করছেন যদি কারও দাঁত পড়ে যাওয়ার সময় হয় তাহলে সেই দাঁতকেও তারা ফের নিজের জায়গায় বসিয়ে দিতে পারেন। চিকিৎসা ক্ষেত্রে এই ব্যবস্থাও তারা করে দিতে পারছেন।