আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের পরে বাংলাদেশে খেলতে যাবে ভারত। সেখানেই তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে। 

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড সেই সূচি আজই জানিয়ে দিল। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পরে বাংলাদেশ সফরেই ভারত প্রথমবার ওয়ানডে সিরিজ খেলবে। 

ওয়ানডে সিরিজ শুরু হবে ১৭ আগস্ট থেকে। ২৬ আগস্ট থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। 

১৭ আগস্ট মীরপুরে ভারত-বাংলাদেশ প্রথম ওয়ানডে। তার পরের দুটি ওয়ানডে ম্যাচও মীরপুরেই হবে। দ্বিতীয় ওয়ানডে হবে ২০ আগস্ট। তৃতীয় ওয়ানডে ২৩ আগস্ট। 

টি-টোয়েন্টির প্রথম ম্যাচ ২৬ আগস্ট। সেই বল গড়াবে চট্টগ্রামে। ২৯ ও ৩১ আগস্ট দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি। সেই দুটি টি-টোয়েন্টি হবে মীরপুরে। 

আইপিএলের এখন ভরা মরশুম। মেগা ইভেন্ট শেষ হলেই ভারত যাবে ইংল্যান্ড সফরে। তার পরেই সীমীত ওভারের  সিরিজ খেলতে উড়ে যাবে বাংলাদেশে।