আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তান সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে দুর্দান্ত সূচনা করেছে করাচি কিংস। শতরান করে একা হাতে ম্যাচ জিতিয়েছেন জেমস ভিন্স। ম্যাচ জেতানো ইনিংসের জন্য বিশেষ পুরস্কারও পান জেমস ভিন্স। করাচি কিংসের ড্রেসিংরুমে তাঁকে নির্ভরযোগ্য খেলোয়াড়ের পুরস্কার হিসেবে দেওয়া হয় একটি হেয়ার ড্রায়ার! এই ছবি প্রকাশিত হতেই সোশ্যাল মিডিয়ায় একপ্রকার শোরগোল পড়ে গিয়েছে।
বেশিরভাগই রীতিমত হাস্যরসের পর্যায়ে নিয়ে গিয়েছেন পাকিস্তান ক্রিকেটকে। অনেকের মতে, হেয়ার ড্রায়ার পাকিস্তানে যথেষ্ট দুর্মূল্য। এক ব্যক্তি মন্তব্য করেন, ‘পরেরবার রুটি মেকার দিও’। আর এক ব্যক্তির মন্তব্য, ‘পরের ম্যাচে লাঞ্চ বক্স উপহার দিও’। আর এক ব্যক্তির বক্তব্য, ‘হেয়ার ড্রায়ার পাকিস্তানে দুর্লভ ও দামী বস্তু’। রীতিমত অভিযোগ জানিয়ে এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, ‘এটা কি পিএসএল প্রমোট করা? না পাকিস্তানকে অপমান করা?’
উল্লেখ্য, শনিবার শক্তিশালী মুলতান সুলতানসকে হারিয়ে করাচির ন্যাশনাল স্টেডিয়ামে প্রথম ম্যাচে চার উইকেটে ম্যাচ জিতে নেয় করাচি কিংস। প্রথমে ব্যাট করতে নেমে মুলতান ২০ ওভারে ৩ উইকেটে ২৩৪ রানের বিশাল রান তোলে। অধিনায়ক মহম্মদ রিজওয়ান করেন চোখ ধাঁধানো সেঞ্চুরি। তবে জেমস ভিন্সের দুর্দান্ত শতরানে ভর করে চার বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় করাচি। ভিন্স ১৪টি চার ও ৪টি ছক্কায় সাজানো এক ঝলমলে ইনিংস খেলেন যার সুবাদে ম্যাচ সেরা নির্বাচিত হন তিনি। ম্যাচের নায়ক জেমস ভিন্স জানিয়েছেন, ‘রান তাড়া করাটা কঠিন ছিল। তবে ব্যাটিং করতে নেমে বুঝতে পারি উইকেটটা দারুণ। যখনই বাউন্ডারির দরকার পড়েছে, আমরা পেয়েছি’।
