আজকাল ওয়েবডেস্ক: ভারতে অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার ও আধিকারিকদের ভিসা জয় শীঘ্রই কাটতে চলেছে।
জানা গিয়েছে, পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার ও আধিকারিকদের প্রক্রিয়া সহজ করতে এবার সরাসরি উদ্যোগী হয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি।
সূত্রের খবর, মোট ৪২ জন পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড় ও আধিকারিকের ভিসা সংক্রান্ত বিষয়টি তদারকি করছে আইসিসি। ইংল্যান্ড দলের হয়ে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের মধ্যে রয়েছেন স্পিনার আদিল রশিদ, রেহান আহমেদ এবং পেসার সাকিব মাহমুদ।
মার্কিন যুক্তরাষ্ট্রের দলে রয়েছেন আলি খান ও শায়ান জাহাঙ্গির। নেদারল্যান্ডসের হয়ে খেলছেন জুলফিকার শাকিব, সহ আরও কয়েকজন ক্রিকেটার।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গেছে, ইংল্যান্ড দলের আদিল রশিদ, রেহান আহমেদ ও সাকিব মাহমুদের ভিসা ইতিমধ্যেই ছাড়পত্র পেয়েছে। নেদারল্যান্ডস দলের সদস্যদের ভিসাও মঞ্জুর হয়েছে।
এছাড়া কানাডা দলের স্টাফ মেম্বাররা শাহ সালিম জাফরের ভিসা অনুমোদন পেয়েছে। সংযুক্ত আরব আমিরশাহি, যুক্তরাষ্ট্র, ইতালি, বাংলাদেশ এবং কানাডার দলে থাকা পাকিস্তানি নাগরিক বা পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড় ও আধিকারিকদের ভিসা জট এখনও না কাটলে সেগুলির তদারকি করছে আইসিসি।
ইতিমধ্যেই, ভিসা পাওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে, এই দলের ক্রিকেটার এবং কোচিং স্টাফদের আগামী সপ্তাহের শুরুতেই ভিসা অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত হয়েছে।
যা ইঙ্গিত দিচ্ছে যে প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে। বিশ্বকাপে অংশগ্রহণকারী সকল খেলোয়াড় ও আধিকারিকদের ভিসা প্রদানের শেষ সময়সীমা ৩১ জানুয়ারি। বিভিন্ন পূর্ণ সদস্য ও সহযোগী দেশের দলে পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়দের উপস্থিতির কথা মাথায় রেখে এই আগাম ছাড়পত্রকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
আইসিসির এই উদ্যোগে শুধু খেলোয়াড় নয়, আধিকারিক ও স্ট্যান্ডবাই সদস্যদের ভিসা সংক্রান্ত বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে। জানা গিয়েছে, আইসিসি একাধিক দেশের ভারতীয় হাইকমিশনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে পুরো প্রক্রিয়াটি সমন্বয় করছে।
আইসিসির লক্ষ্য, বাকি আবেদনগুলিও যেন দ্রুত এবং কোনও প্রক্রিয়াগত জটিলতা ছাড়াই নিষ্পত্তি করা যায়। আইসিসিকে আশ্বাস দেওয়া হয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যেই বাকি সব ভিসা প্রক্রিয়া সম্পন্ন হবে।
ভিসা সংক্রান্ত অগ্রগতি পরিকল্পনামাফিক চলায়, আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে চলা টুর্নামেন্টের আগে সব দলই লজিস্টিক দিক থেকে সম্পূর্ণ প্রস্তুত থাকবে বলে আশাবাদী আইসিসি।
উল্লেখযোগ্যভাবে, পাকিস্তানি বংশোদ্ভূত ভারতীয় ভিসা আবেদনকারীদের ক্ষেত্রে অতিরিক্ত যাচাই-বাছাই হয় এবং প্রক্রিয়ার সময় তুলনামূলকভাবে বেশি লাগে।
প্রসঙ্গত, মঙ্গলবার নিজের ইনস্টগ্রাম পোস্টে আলি খান জানান, তাঁর ভারতীয় ভিসা খারিজ হয়ে গিয়েছে। তিনি লেখেন, 'ভারতের ভিসা খারিজ হয়ে গিয়েছে।'
টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র অন্যতম। ভারতের গ্রুপেই রয়েছে ইউএসএ। ৭ ফেব্রুয়ারি থেকে শুরু টি-২০ বিশ্বকাপ। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের প্রথম প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র।
এখনও আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা হয়নি। তবে ভারত এবং পাকিস্তানের বংশোদ্ভূত একাধিক ক্রিকেটারকে দলে রাখা হবে। এমনই একজন প্লেয়ার আলি খান।
২০২০ সালে কলকাতা নাইট রাইডার্সের অঙ্গ ছিলেন। তাঁর ইনস্টাগ্রাম স্টোরির পরেই গোটা বিষয়টি নজরে আসে। কিন্তু সংশ্লিষ্ট বিভাগের পক্ষ থেকে দাবি করা হয়, কোনও ভিসা নাকচ করা হয়নি।
এইসব ক্ষেত্রে একাধিক বিভাগ থেকে ক্লিয়ারেন্স লাগে। শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র নয়, সংযুক্ত আরব আমিরশাহি, কানাডা, ওমান এবং ইতালির সমস্ত পাকিস্তান বংশোদ্ভূত প্লেয়ারকে একই প্রোটোকলের মধ্যে দিয়ে যেতে হবে।
