মাঘ মাস পড়তেই যেন উধাও হয়ে গিয়েছে শীত। অনেকেই মনে করছেন শীত হয়তো আর ফিরবে না। ডিসেম্বরের শেষে এবং জানুয়ারির শুরুতে যে কনকনে ভাবটা ছিল তা একেবারেই উধাও হয়ে গিয়েছে। এবার শীত নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস।
2
5
জানা গিয়েছে, সোমবার থেকে বুধবারের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকবে। হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সোমবার থেকে দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে।
3
5
আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিমবঙ্গ জুড়ে শুষ্ক আবহাওয়া বিরাজ করেছে। দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও দক্ষিণ ২৪ পরগনা জেলার এক থেকে দু’টি জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা গেছে। উত্তরবঙ্গের দার্জিলিং জেলাতেও বিচ্ছিন্নভাবে কুয়াশার খবর মিলেছে।
4
5
রাজ্যের অন্যান্য অংশে আজ সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন লক্ষ্য করা যায়নি। দক্ষিণবঙ্গের বহু জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থেকে উল্লেখযোগ্যভাবে কম ছিল। অন্যদিকে, উত্তরবঙ্গের কয়েকটি এলাকায় তাপমাত্রা বাড়লে বাকি জায়গায় স্বাভাবিক।
5
5
আজ রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা দক্ষিণবঙ্গের কল্যাণীতে ৯.৩ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের পুন্ডিবাড়িতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, পার্বত্য অঞ্চলে দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ৩.৮ ডিগ্রি সেলসিয়াসে।