আজকাল ওয়েবডেস্ক: ইজরায়েলের নির্বিচার হামলার কারণে প্যালেস্টাইনের গাজা উপত্যকায় তীব্র হচ্ছে খাদ্য সঙ্কট। এই পরিস্থিতির সমাধানে আরও মানবিক সহায়তার প্রয়োজন বলে মনে করেছে রাষ্ট্রসংঘ। কিন্তু ইজরায়েলি হামলার কারণে সেখানে ত্রাণ সহায়তা ব্যাহত হচ্ছে বলেও অভিযোগ করেছেন সংস্থার মহাসচিব আন্তোনিও গুতেরেস। গাজায় বাধাহীনভাবে মানবিক সহায়তা প্রবেশাধিকারের বিষয়ে একটি প্রস্তাব পাস করেছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ। এছাড়া বৈঠকে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির বিষয়ে জোর দেওয়া হয়। রাষ্ট্রসংঘের প্রতিবেদন অনুসারে, ইজরায়েলের সামরিক হামলায় ৭ অক্টোবর থেকে গাজায় ২০ হাজার ৫৭ প্যালেস্টাইনী নিহত হয়েছেন। এরমধ্যে প্রায় ৭০ শতাংশই মহিলা ও শিশু। হামলায় আহত হয়েছেন ৫৩ হাজার ৩২০ প্যালেস্টাইনী। এছাড়া গাজার ২৩ লক্ষ বাসিন্দার বেশিরভাগই বাস্তুচ্যুত হয়েছে।
