আজকাল ওয়েবডেস্ক: রবিবার জয়পুরে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জয় পাওয়ার পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ড্রেসিংরুমে ঘটে গেল এক মজার ঘটনা। ম্যাচ শেষে ড্রেসিং রুমে টিম ডেভিড এবং তাঁর সতীর্থরা একসঙ্গে বিরাট কোহলিকে নিয়ে এক মজার প্র্যাঙ্ক করেন। এই মজার মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ভিডিওতে দেখা যায়, টিম ডেভিড কোহলির কিটব্যাগ থেকে একটি ব্যাট চুরি করে নিচ্ছেন তাঁর উপস্থিত সতীর্থদের সামনেই।
ডেভিড বলেন, ‘দেখি, কোহলির বুঝতে কত সময় লাগে যে ওর একটা ব্যাট কম রয়েছে’। ড্রেসিংরুমে ফিরে ব্যাগ গোছানোর কিছুক্ষণের মধ্যেই কোহলি লক্ষ্য করেন যে তাঁর কিটব্যাগে ব্যাটের সংখ্যা একটা কম। তিনি বলেন, সাতটা ব্যাট ছিল। এখন ছ’টা রয়েছে’। এরপর শুরু হয় কোহলির ব্যাট খোঁজার পালা। শেষে তিনি অন্য একটি ব্যাগে ব্যাটটি খুঁজে পান। ধরা পড়ার পর টিম ডেভিড বলেন, ‘আমি নিইনি, শুধু ব্যাটটা ধার নিয়েছিলাম’। ঘটনায় প্রায় সকলেই হেসে ওঠেন ড্রেসিংরুমে। কোহলি মুচকি হেসে সতীর্থদের উদ্দেশ্যে বলেন, ‘তোমরা সবাই জানতে তাই না?’
???????????? ????????????????????’???? ???????????????????? ???????? ???????????????????? ???????????????????? ???? ????
— Royal Challengers Bengaluru (@RCBTweets)
Dressing room banter on point. What did Tim David take from Virat’s bag? Let’s find out. ????#PlayBold #ನಮ್ಮRCB #IPL2025 pic.twitter.com/j9dIP1p2NpTweet by @RCBTweets
উল্লেখ্য, রাজস্থানের বিরুদ্ধে দুর্দান্ত ইনিংস খেলেন কোহলি। চলতি আইপিএলে নিজের তৃতীয় অর্ধশতরান করেন তিনি। ফিল সল্টের ৩৩ বলে ৬৫ রানের ইনিংসে ৯২ রানের ওপেনিং পার্টনারশিপ গড়েন কোহলি। সল্ট আউট হলে দেবদূত পাডিক্কালের সঙ্গে ৮৩ রানের অপরাজিত জুটি গড়ে ন’উইকেটে সহজ জয় এনে দেন দলকে। ম্যাচের শেষে কোহলি ৪৫ বলে ৬২ রানে অপরাজিত ছিলেন। তাঁর ইনিংসে ছিল ৪টি চার ও ২টি ছয়। তাঁর এই ইনিংস আবারও প্রমাণ করে দিল, কেন তাঁকে বলা হয় ‘চেজ মাস্টার’।
