আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চেয়ারম্যান এস. সোমনাথ বলেছেন, অমৃতকালের মধ্যেই ভারত মহাকাশে নিজের গবেষণাকেন্দ্র স্থাপন করতে পারবে। গুজরাটের আহমেদাবাদে সায়েন্স সিটিতে ভারতীয় বিজ্ঞান সম্মেলনে তরুণ বিজ্ঞানীদের এক সভায় তিনি বলেন, আগামী ২৫ বছরের মধ্যে ভারতীয় বিজ্ঞানীরা চাঁদে পদার্পণ করতে পারবেন। নিজেদের জ্ঞান এবং ক্ষমতার প্রয়োগ করে তরুণ বিজ্ঞানীদের তিনি উন্নত ভারত গড়ার লক্ষ্যে এগিয়ে আসার আহ্বান জানান। মানব সমাজের কল্যাণের লক্ষ্যে গবেষণা প্রয়োজন এবং এর পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান এবং শিল্পের মধ্যে পারস্পরিক আদান-প্রদান জরুরি বলেও তিনি মন্তব্য করেন। উন্নত ও স্বনির্ভর ভারত গড়ে তোলার লক্ষ্যে প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দেন তিনি। একুশে ডিসেম্বর থেকে শুরু হওয়া চারদিনের এই সম্মেলনে দেশের বিখ্যাত বিজ্ঞানী, ছাত্র এবং গবেষকরা যোগ দিয়েছেন।