আজকাল ওয়েবডেস্ক: নামে মিল। তবুও তিনি লাসিথ মালিঙ্গা নন। তিনি ঈশান মালিঙ্গা। দু'জনেই অবশ্য দ্বীপরাষ্ট্রের ক্রিকেটার। লাসিথ মালিঙ্গার অনুজর ঈশানের আইপিএল অভিষেক ঘটল শনিবার।
তিনি সানরাইজার্স দলের তারকা। পাঞ্জাবের বিরুদ্ধে খেললেন প্রথম ম্যাচ। প্রথম ম্যাচের পরেই এই মালিঙ্গাকে নিয়ে শুরু হয়ে যায় চর্চা। কিন্তু এই ঈশান মালিঙ্গা কে? তাঁর পরিচয়ই বা কী?
শ্রীলঙ্কার হয়ে ৫টি ওয়ানডে খেলে ফেলেছেন তিনি। চলতি বছরের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হয় ঈশান মালিঙ্গার।
প্রথমবার তিনি নজরে আসেন ২০১৯ সালে। সেই বছর ঘণ্টায় ১৪১ কিলোমিটার গতিতে বোলিং করে দেশব্যাপী ফাস্ট বোলিং প্রতিযোগিতা জেতেন। এখন বলের গতি কমিয়েছেন তিনি।
গতি কমলেও নতুন বলে সুইং আর নিখুঁত ইয়র্কার এখন তাঁর আসল অস্ত্র। ইমার্জিং এশিয়া কাপে ইয়র্কারে পাকিস্তানের মহম্মদ হারিসের স্টাম্প উড়িয়ে দিয়েছিলেন মালিঙ্গা।
মেগা নিলামে ১ কোটি ২০ লক্ষ টাকার বিনিময়ে ঈশান মালিঙ্গাকে দলে নেয় হায়দরাবাদ। পাঞ্জাবের বিরুদ্ধে অভিষেক ম্যাচে ৪৫ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। তাঁর বোলিং দেখে আসল মালিঙ্গা লিখেছেন, ''ভাল বোলিং করেছো।''
