আজকাল ওয়েবডেস্ক: দেশের হয়ে বিশ্বকাপ খেলেছেন। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বেও খেলেছেন চেন্নাই সুপার কিংসে। ভাগ্যের পরিহাসে সেই প্রাক্তন ক্রিকেটার এখন বাস চালক।
তিনি সূরয রণদীভ। শ্রীলঙ্কার জাতীয় দলের ক্রিকেটার। ধোনির নেতৃত্বে আটটি ম্যাচ খেলেছেন চেন্নাই সুপার কিংসের হয়ে। ২০২১ সালের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার সময়ে সূরয রণদীভ ৩৬.৮ লক্ষ টাকা পেয়েছিলেন।
শ্রীলঙ্কার জার্সিতে ৫০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। ১২টি টেস্ট, ৩১টি ওয়ানডে ও ৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন সূরয।
২০১১ সালের বিশ্বকাপে ফাইনালে থেমে গিয়েছিল শ্রীলঙ্কার দৌড়। নুয়ান কুলশেখরাকে গ্যালারিতে ফেলে ভারতকে বিশ্বকাপ এনে দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। সেই শ্রীলঙ্কা দলের সদস্য ছিলেন রণদীভ।
রণদীভ এখন মেলবোর্নের বাসচালক। আরেক প্রাক্তন শ্রীলঙ্কান ক্রিকেটার চিন্তক জয়সিংঘেও অস্ট্রেলিয়ায় বাস চালনা করেন।
ট্রান্সডেভ কোম্পানিতে চাকরিরত রণদীভ। বিভিন্ন পেশা থেকে এসে এই কোম্পানিতে প্রায় বারোশো বাসচালক কাজ করেন।
ডান হাতি অফস্পিনার ছিলেন রণদীভ। অস্ট্রেলিয়া যাওয়ার আগে দেশের হয়ে ভদ্রস্থ কেরিয়ারই ছিল তাঁর।
একসময়ে যাঁকে সবাই ক্রিকেট মাঠে অভিনন্দন জানাতো, আজ তিনি সবার অলক্ষ্যে, সকলের অগোচরে বাস চালিয়ে জীবিক অর্জন করছেন।
