আজকাল ওয়েবডেস্ক: কাজিরাঙা জঙ্গলে সাফারি করতে গিয়ে বিরল দৃশ্যের সাক্ষী রইলেন ক্রিকেটের ভগবান শচিন তেন্ডুলকর। ছবিও তুলে রাখলেই সেই বিরল দৃশ্যের।
কয়েকদিন আগেই কাজিরাঙা জাতীয় উদ্যানে সাফারি করতে গিয়েছিলেন শচিন তেন্ডুলকর। সেখানে তিনি বহু প্রাণীর ছবি তোলেন। তবে এবারই চমক দেওয়ার পালা। হঠাৎ করে তার ক্যামেরাতে ধরা দেয় বিরল গোল্ডেন টাইগার। অসমের মাটিতে এখানে এসে এমন দৃশ্য দেখতে পেরে বিরাট খুশি ক্রিকেটের ভগবান।
শচিনের সঙ্গে ছিলেন বিখ্যাত বন্যপ্রাণী ফটোগ্রাফার সুধীর শিবারাম। তিনি ছবিটি তোলার পরই সেদিকে দৃষ্টি আকর্ষণ করেন শচিনের। এই ছবিটি দ্রুত ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। ভারতের মাটিতে যে এই বিরল বাঘ রয়েছে তা বহুদিন ধরে শোনা গিয়েছিল। তবে তার দেখা পাওয়া যে সহজ কথা নয় সেকথা সকলেই জানেন। তবে এই বিরল দৃশ্য দেখলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার শচিন তেন্ডুলকর।
গোল্ডেন টাইগারকে অনেকে গোল্ডেল টেবি বলেও ডাকেন। এরা অতি বিরল। এরা জঙ্গলের গভীরে লুকিয়ে থাকে। সেখান থেকে এরা সহজে বের হতে চায় না। তবে হঠাৎ করে কেউ যদি এদের দেখতে পায় তাহলে তিনি তার জীবনের সেরা দৃশ্য দেখেছেন বলেই মনে করা হয়।
গোল্ডেল টাইগারের গায়ে হালকা যে লোম থাকে সেখানে রোদের আলো পড়লে সেখান থেকে সোনালি আভা দেখা যায়। পৃথিবীতে বর্তমানে কয়েকটি গোল্ডেন টাইগার রয়েছে। তাই এদের গুরুত্ব বেশি। এই বাঘটিকে দেখার পর শচিন জানিয়েছেন, একটি বিরল গোল্ডেন টাইগারের দেখা পেলাম। এটা বিরাট অভিজ্ঞতা। একটি গন্ডার তার আগে ছিল। তবে তার মধ্যেই গোল্ডেন টাইগার যেন নিজের মহিমাতে উজ্জ্বল হয়ে ছিল।
শচিন তেন্ডুলকর বরাবরই বন্যপ্রাণীদের পছন্দ করেন। পৃথিবীর বিভিন্ন অভয়ারণ্যে তিনি বারে বারে ভ্রমণ করেছেন। বিগত বছরে তিনি জিম করবেট জাতীয় উদ্যানে গিয়েছিলেন। সেখানকার প্রাণীজগৎ তাকে অবাক করে দিয়েছিল। তবে দেশের মাটিতে এমন একটি বিরল বাঘ দেখতে পেয়ে তিনি খুব খুশি হন।
