আজকাল ওয়েবডেস্ক: ১১ এপ্রিল, শুক্রবার কংগ্রেস কেন্দ্রীয় সরকারকে দেশীয় বিনিয়োগ ধ্বংস এবং বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (FDI) প্রায় “সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন” করার অভিযোগে আক্রমণ করে। কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, মোদি সরকার “ভয়ের, প্রতারণার ও ভয় দেখানোর”—এই ভিন্নধর্মী 'FDI'র মাধ্যমে প্রকৃত FDI ধ্বংস করেছে।

তিনি জানান, ২০১২-১৩ অর্থবছরের এপ্রিল-জানুয়ারি সময়কালে ভারতে নেট FDI ছিল ১৯ বিলিয়ন ডলার, অথচ ২০২৪-২৫ সালের একই সময়ে তা নেমে এসেছে ১.৪ বিলিয়ন ডলারের নিচে।

অন্যদিকে, বিজেপি এই অভিযোগকে "ভুল ও বিভ্রান্তিকর" বলে খারিজ করে। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য পাল্টা বলেন, “২০১৪-২৪ পর্যন্ত ভারতে মোট FDI এসেছে ৭০৯.৮৪ বিলিয়ন ডলার — যা ২০০০ সালের পর থেকে মোট FDI-র প্রায় ৭০%।”

তিনি আরও দাবি করেন, "২০২৪ সালে আন্তর্জাতিক অর্থনৈতিক চ্যালেঞ্জ সত্ত্বেও জানুয়ারি-সেপ্টেম্বর সময়কালে ভারতের FDI ৪২% বৃদ্ধি পেয়েছে।"

এই ইস্যুতে দেশের প্রধান দুই দলের তীব্র অবস্থান স্পষ্ট, যেখানে একদিকে সরকারকে দায়ী করা হচ্ছে বিনিয়োগ সংকটে, অপরদিকে সরকার দাবি করছে ‘স্থির ও বিনিয়োগ-বান্ধব’ অর্থনীতির সাফল্য।