আজকাল ওয়েবডেস্ক: চিপকের পিচ বরাবরই বোলিং বিভাগের জন্য সুবিধাজনক বলে মনে করা হয়। কিন্তু শুক্রবার চেন্নাইয়ের পিচে তাদের ব্যাটারদেরই এভাবে নাকানিচোবানি খাওয়াবে কলকাতা সেটা আর ক'জন জানত। হর্ষিত রানা, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী সবাই মিলে ধ্বংসলীলা চালালেন। সবথেকে কৃপণ বোলিং করেছেন সুনীল নারিন। চার ওভার বল করে ১৩ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন তিনি।
রুতুরাজ ছিটকে যাওয়ার পর এদিন ক্যাপ্টেন্সির দায়িত্ব ছিল মহেন্দ্র সিং ধোনির। কিন্তু কামব্যাক ম্যাচের প্রথম হাফ খুব একটা ভাল গেল না। শুভম দুবের সৌজন্যে রানটা টেনেটুনে পৌঁছল ১০৩। এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রাহানে। সেই সিদ্ধান্তকে একদম সঠিক প্রমাণ করলেন বোলাররা। শুরুতেই বিপজ্জনক রাচীনকে ফিরিয়ে চেন্নাইকে প্রথম ধাক্কা দেন হর্ষিত রানা। কনওয়েকে ফেরান মঈন আলি। বিজয় শঙ্কর এবং রাহুল ত্রিপাঠী প্রাথমিকভাবে ম্যাচ ধরার চেষ্টা করলেও বেশিক্ষণ তা কাজে লাগেনি। সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তীর শিকার হন মিডল অর্ডারের দুই ব্যাটার।
ধোনি নামলেন সেই শেষের দিকে। আগে পাঠালেন অশ্বিন, জাদেজাকে। ফল হল একেবারে উল্টো। তিনজনের কেউই রান পেলেন না। অশ্বিন এবং ধোনি ১, জাদেজা ফিরলেন শূন্য রানে। ৮১ রানে ৯ উইকেট পড়ে গিয়েছিল। শিভম দুবে শেষ পর্যন্ত টিকে থেকে মান বাঁচালেন চেন্নাই সুপার কিংসের।
