আজকাল ওয়েবডেস্ক: দিল্লি থেকে কেন্দ্রীয় সরকারের তরফে করের টাকা পেল রাজ্য। শুক্রবার কেন্দ্রের তরফে রাজ্যকে ৫৪৮৮ কোটি টাকা পাঠানো হয়েছে। প্রথম স্থানে রয়েছে উত্তরপ্রদেশ। দ্বিতীয় স্থানে রয়েছে বিহার, তারপর মধ্যপ্রদেশ। চতুর্থ স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। ২০২৪ সালের জানুয়ারি মাসে এই টাকা পাঠানোর কথা ছিল কেন্দ্রের। কিন্তু উৎসবের মরসুমের কথা মাথায় রেখে নির্ধারিত সময়ের আগেই টাকা পাঠানো হল রাজ্য সরকারগুলোকে।

শুক্রবার কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে এই কথা জানানো হয়েছে। রাজ্য সরকারগুলিকে মোট ৭২ হাজার ৯৬১ কোটি টাকা দেওয়া হচ্ছে আগাম কিস্তি বাবদ। উল্লেখ্য, জিএসটি চালু হওয়ার পর থেকে বিভিন্ন রাজ্যগুলিকে কেন্দ্রের তরফে করের অর্থ নির্দিষ্ট হারে দেওয়া হয়। রাজ্যের পরিকাঠামো এবং সমাজের কল্যাণে এই টাকা কাজে লাগানো হবে এবং আশাবাদী কেন্দ্রীয় সরকার।