নিজস্ব সংবাদদাতা: স্টার জলসার ধারাবাহিক 'রোশনাই' টিআরপিতে ভালই ফল করে প্রতি সপ্তাহে। যদিও নায়িকা বদল হওয়াতে প্রথমদিকে অনেক দর্শক মুখ ফিরিয়েছিলেন ধারাবাহিক থেকে। তবে এখন গল্পের নিত্যনতুন মোড় বেশ আকর্ষিত করছে সিরিয়ালপ্রেমীদের।
গল্পে এখন দেখা যাচ্ছে, গরিমাকে ডিভোর্স দিয়ে আরণ্যক রোশনাইয়ের কাছে ফিরতে চায়। কিন্তু রোশনাই তাকে ফিরিয়ে দেয়। নিজেকে সে আরও একটু সময় দিতে চায় বলে জানায়। এদিকে, আরও এক বিপদের মুখে পড়ে রোশনাই।
সম্প্রতি, মুক্তি পাওয়া ধারাবাহিকের নতুন প্রোমোয় দেখা যাচ্ছে একটি গ্রাম্য অনুষ্ঠানে যোগ দেয় রোশনাই। সেখানে মেলায় আদিবাসীদের সঙ্গে নাচতেও দেখা যায় তাকে। কিন্তু হঠাৎই শরীর খারাপ লাগতে শুরু করে তার। নাচতে নাচতে মাথা ঘুরে পড়ে যায় সে। তখন গ্রামবাসী চোখেমুখে জল দেয় তার। একজন সন্যাসী এসে তার নাম জানতে চায়। নিজের নাম জানায় রোশনাই।
তখন অবাক হয়ে যায় ওই সন্যাসী। রোশনাইকে জিজ্ঞাসা করে, সুদর্শনা গাঙ্গুলির সঙ্গে তার কোনও পরিচয় আছে কিনা। একটু ধাতস্থ হয়ে রোশনাই জানায়, সুদর্শনা গাঙ্গুলি তার মা। রোশনাইয়ের মুখে এই কথা শুনে চমকে ওঠে সন্যাসী। রোশনাই তার পরিচয় জানতে চাইলেও চুপ করে থাকে। সন্যাসীর চরিত্রে অর্থাৎ রোশনাইয়ের বাবার চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা কুশল চক্রবর্তীকে। তবে কি গল্পের মোড়ে বাবার সঙ্গে দেখা হবে রোশনাইয়ের? প্রকাশ্যে আসবে কোন অজানা সত্যি?
