আজকাল ওয়েবডেস্ক:‌ আইপিএল থেকে ছিটকে গিয়েছেন রুতুরাজ গায়কোয়াড়। জানা গেছে, রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে তুষার দেশপাণ্ডের বল আছড়ে পড়েছিল রুতুরাজের কনুইয়ে। তার পরেও দুটো ম্যাচ খেলেছেন তিনি। স্ক্যান রিপোর্টে দেখা গিয়েছে রুতুরাজ গায়কোয়াড়ের কনুইয়ে চিড় ধরেছে। ফলে আইপিএল থেকে ছিটকে গেলেন তিনি। যা চেন্নাইয়ের কাছে বড় ধাক্কা। 


নিয়মিত রান পাচ্ছিলেন রুতুরাজ। চেন্নাই কোচ স্টিফেন ফ্লেমিং জানিয়েছেন, ‘‌গুয়াহাটিতে রাজস্থান ম্যাচে চোট পেয়েছিল রুতুরাজ। যন্ত্রণা হচ্ছিল। এক্স রে করা হয়েছে। রিপোর্টে স্পষ্ট কিছু না মেলায় এমআরআই করা হয়। তাতে কনুইয়ে চিড় ধরা পড়েছে।’‌ 


এদিকে, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও রুতুরাজের অনুশীলনে ফুটবল খেলার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। ওই ভিডিওয় দেখা গেছে, চেন্নাইয়ের অনুশীলনে ফুটবলে ব্যস্ত রুতুরাজ। এরপরই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। এক নেটিজেন তো প্রশ্নই তুলে ফেলেছেন, ‘‌জোর করে বসানো হল রুতুরাজকে?‌’‌ যদিও অন্য এক জন দাবি করেছেন, ‘‌এটি পুরনো ভিডিও।’‌ 


জানা গেছে, চোট নিয়েই দিল্লি ও পাঞ্জাব ম্যাচ খেলেছিলেন রুতুরাজ। সূত্রের খবর, চোটের জায়গাটি ফুলে গিয়েছিল। তা কমতেই স্ক্যান করানো হয়। ফ্লেমিং জানিয়েছেন, চোট নিয়েই রুতুরাজ খেলতে চেয়েছিল। কিন্তু ভবিষ্যতের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


যদিও রুতুরাজ না পারলেও চেন্নাই দলে বিকল্প রয়েছে। খেলতে পারেন রাহুল ত্রিপাঠী। আবার মিডল অর্ডারে দীপক হুডার মতো ব্যাটারও রয়েছেন।