আজকাল ওয়েবডেস্ক: আইপিএলে পিচ নিয়ে বিতর্ক চলছেই। ইডেন, লখনউয়ের পর এবার বেঙ্গালুরুর চিন্নাস্বামীর উইকেট নিয়েও উঠল প্রশ্ন। দিল্লির কাছে হারতেই উইকেট নিয়ে বিরক্তি প্রকাশ করলেন আরসিবি মেন্টর দীনেশ কার্তিক।
দিল্লির কাছে ঘরের মাঠে ৬ উইকেটে হেরে গিয়েছে আরসিবি। এরপরেই সরাসরি উইকেট নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন কার্তিক। ম্যাচ শেষে দাবি করেছেন, এই ধরনের উইকেট আমরা চাই না। কার্তিক বলেছেন, ‘কিউরেটরকে বলা হয়েছিল ব্যাটিং সহায়ক উইকেট করতে। যেমন প্রথম দুটি ম্যাচে ছিল। কিন্তু দিল্লি ম্যাচে তেমন হয়নি।’
ঘরের মাঠে টানা দুটো ম্যাচে হার। কার্তিক বলেছেন, ‘টি২০ ক্রিকেট এখন এমন পর্যায়ে চলে গিয়েছে। যত রান উঠবে ততই বিনোদন বাড়বে। ব্রডকাস্টাররাও এটাই চায়। দর্শকরাও চার, ছয় দেখতে চায়। প্রথম দুটো ম্যাচে তাও ব্যাটিং উইকেট ছিল। কিন্তু বৃহস্পতিবারের ম্যাচের উইকেটটা ঠিকঠাক ছিল না।’
কার্তিকের কথায়, ‘এই উইকেটে ব্যাটাররা অতটা সাহায্য পায়নি। চ্যালেঞ্জিং উইকেট ছিল।’ উইকেট নিয়ে পিচ কিউরেটরের সঙ্গে কথা বলতে প্রস্তুত কার্তিক। বলেছেন, ‘বড় শট নেওয়া কঠিন হচ্ছিল। কিন্তু টি২০ উইকেটে বড় শট তো খেলতেই হবে। কিউরেটরের সঙ্গে এটা নিয়ে কথা বলতে প্রস্তুত।’
এর আগে কেকেআর অধিনায়ক রাহানেও অভিযোগ করেছিলেন, ইডেনে স্পিনাররা সাহায্য পাচ্ছেন না। ঘরের মাঠের সুবিধা পাওয়া উচিত। আবার সম্প্রতি লখনউ সুপার জায়ান্টসের মেন্টর জাহির খান পাঞ্জাব ম্যাচ হারার পর মজা করে বলেছিলেন, মনে হচ্ছে একানার উইকেট তৈরি করেছে পাঞ্জাবের পিচ কিউরেটর।
