আজকাল ওয়েবডেস্কঃ জঙ্গল থেকে বেরিয়ে প্রায়ই হাতির দলকে গ্রামে ঢুকে পড়তে দেখা যায়। ফলে গ্রামে ছড়িয়ে পড়ে আতঙ্ক। সম্প্রতি উত্তরাখণ্ডের একটি গ্রামে এমনই ঘটনা ঘটেছে। তবে হাতিটি গ্রামে ঢুকে পড়ার ঘটনা আতঙ্ক তৈরি করেনি বরং  সকলের নজর কেড়েছে।

গ্রামবাসীরা ভরা রাস্তায় ঘোরাঘুরি করতে দেখেছিল একটি হাতিকে। তারপরেই হাতিটি যা কাণ্ড করল, তা দেখার পরেই অবাক সকলে। আচমকাই মস্ত হাতিটি ঢুকে পড়ে গ্রামের একটি দোকানে। সেখান থেকেই ময়দার একটি প্যাকেট তুলে নেয় সে। তারপরেই সেটি খেতে খেতে জঙ্গলে ফিরে যায় বিরাট প্রাণীটি। হাতির এই কাণ্ড নজর কেড়েছে সকলের। 


 হতেই পারে,  খিদে পেয়েছিল হাতিটির। তাতেই প্রাণীটি বেরিয়ে আসে জঙ্গল থেকে। এরপরেই খাবারের খোঁজ করতে করতে পৌঁছে গেল সে মানুষের মেলায়। এই দৃশ্যের ভিডিও ভাইরাল হয়েছে। 

ঘটনাটি হরিদ্বারের নিকটবর্তী একটি গ্রামের। গ্রামটি উত্তরাখণ্ডের অন্তর্গত। হারিদ্বারের বেশিরভাগ এলাকা বনাঞ্চলের সন্নিকটে এবং রাজাজি টাইগার রিজার্ভও কাছেই অবস্থিত। যার ফলে বন্যপ্রাণীরা প্রায়ই খাদ্যের সন্ধানে জনবহুল এলাকায় ঢুকে পড়ে। সেকারণেই হয়তো হাতিটি এই কাণ্ড ঘটিয়েছে।