আজকাল ওয়েবডেস্ক : ইডির তলবে সিজি কমপ্লেক্সে জাদু সম্রাট পি সি সরকার (জুনিয়ার)। সূত্রের খবর, আর্থিক তছরুপের অভিযোগে সম্প্রতি এক চিটফান্ড সংস্থার কর্ণধারকে হেফাজতে নেয় ইডি। সেই মামলার তদন্তে নাম ওঠে পি সি সরকার জুনিয়ারের।