আজকাল ওয়েবডেস্ক: মাত্র ১০ মিনিটেই রান্না শেষ। কিছুই ঠিকমতো সেদ্ধ করেন না। কোনও মতে চাল, সবজি, মাংস কড়াইয়ে চাপিয়েই, নামিয়ে নেন। অল্প তেল, মশলাও দেন। কিন্তু সেগুলো খাওয়ার অযোগ্য একেবারে। এভাবে এক, দু'দিন নয়, টানা আট বছর স্ত্রীর হাতের জঘন্য রান্না করা খাবার খেয়ে অতিষ্ঠ স্বামী। শেষমেশ ক্ষোভ উগরেই দিলেন। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় স্ত্রীর এহেন কাণ্ডের কথা জানিয়েছেন স্বামী। তিনি জানিয়েছেন, পরিবারের সব কাজ তাঁরা ভাগাভাগি করে সারেন। রান্নার দিকটি স্ত্রীই সামলান। প্রথম প্রথম খারাপ রান্না কোনও মতে খেয়ে নিলেও, এখন আর পারেন না। বছরের পর বছর অখাদ্য খাবার খেয়ে মৃত্যুর আশঙ্কাও করছেন তিনি। 

অতিষ্ঠ হয়ে ওই ব্যক্তি জানিয়েছেন, 'একাধিকবার শান্তভাবে স্ত্রীর রান্নার ত্রুটি সংশোধন করার চেষ্টা করেছি। বারবার বুঝিয়েছি, এত তাড়াতাড়ি সবকিছু সেদ্ধ হয় না। কীভাবে ভাত বানাতে হয়, মাংস রাঁধতে হয় শেখানোর পরেও স্ত্রী প্রশ্ন করেন, আদৌ আমি সঠিক জানি কি না।' 

এখানেই শেষ নয়। ওই ব্যক্তি জানিয়েছেন, গুগলের উপরেও ভরসা করেননি স্ত্রী। তাঁর ধারণা, তিনিই সর্বশ্রেষ্ঠ রাঁধুনি। রান্নাটা তিনি ভালই বোঝেন। তাই কারও পরামর্শের দরকার নেই। শেষমেশ মেজাজ হারিয়ে স্ত্রীর উপর চেঁচামেচি করেন। এমন অস্বাস্থ্যকর খাবার খাওয়ানোর জন্য একদিন মৃত্যু পর্যন্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন।