আজকাল ওয়েবডেস্ক: নেটে ঠিকঠাক মতো ব্যাটিং করতে না পারায় আরেকটু সময় চেয়েছিলেন ব্যাট করার। কিন্তু চেয়েও তিনি ব্যাট করার সুযোগ পায়নি। সেই সময়ে নিজের উপরই রেগে গিয়েছিলেন শ্রেয়স আইয়ার। শেষমেশ কেঁদেই ফেলেন তিনি। কিংস পাঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আইয়ার স্মৃতিরোমন্থন করে শোনালেন অন্য এক গল্প। 

'ক্যান্ডিড উইথ কিংস'-এ শ্রেয়সকে জিজ্ঞাসা করা হয়েছিল,  কবে তিনি শেষবার কেঁদেছেন? ৩০ বছর বয়সী শ্রেয়স আইয়ার বলেন, ''চ্যাম্পিয়ন্স ট্রফির সময়ে কেঁদেছিলাম। নেটে ব্যাট করতে এসেছিলাম, সেই সেশনটা ভাল হয়নি। নিজের উপরে ভীষণ রাগ হচ্ছিল। চোখ দিয়ে গড়াতে থাকে জল। আমি নিজেও অবাক হয়ে গিয়েছিলাম। কারণ আমি সহজে কেঁদে ফেলার লোক নই।''

চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত ফর্মে ছিলেন শ্রেয়স আইয়ার। ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচে শ্রেয়সের রান ছিল  ৫৯, ৪৪ ও ৭৮। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের মিডল অর্ডারকে ভরসা জুগিয়েছিলেন আইয়ার।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছিল দুবাইয়ে। সেখানকার উইকেটের সঙ্গে মানিয়ে নিতে গোড়ার দিকে সমস্যায় পড়তে হচ্ছিল আইয়ারকে। তিনি বলেন, ''ইংল্যান্ড সিরিজে আমি ভাল পারফরম্যান্স করেছি। আশা ছিল ছন্দ অব্যাহত থাকবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। কিন্তু দুবাইয়ের উইকেট ছিল একদমই অন্যরকমের। প্রথম দিকে মানিয়ে নেওয়া ছিল কঠিন। সেই কারণে অনুশীলনের শেষে আরও একটু ব্যাটিং করতে চেয়েছিলাম। কিন্তু সেই সুযোগই পাইনি। তাই প্রচণ্ড রাগ হয়েছিল।''  সেই রাগ কান্না হয়ে ঝরে পড়েছিল। 

চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের সেরা ব্যাটার ছিলেন শ্রেয়স আইয়ার। ৪৮.৬০ গড়ে করেছিলেন ২৪৩ রান।