বীরেন ভট্টাচার্য,দিল্লি :বুধবার ইন্ডিয়া জোটের শীর্ষ নেতাদের বৈঠকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার প্রস্তাব দেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। তাঁকে সমর্থন জানান আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল। যদিও নীতীশ কুমারকে প্রধানমন্ত্রীর মুখ হিসেবে তুলে ধরে প্রচার শুরু করেছে তাঁর দল জেডিইউ। ফলে খাড়গের নাম সামনে আসায় কিছু হলেও ক্ষুন্ন নীতীশ। তাঁর মান ভাঙাতে আজ শুক্রবার নীতীশ কুমারের সঙ্গে ফোনে কথা বললেন রাহুল গান্ধী। সূত্রের খবর বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে দুই নেতার।
মমতা এবং কেজরিওয়াল দেশের প্রথম দলিত প্রধানমন্ত্রী হিসেবে মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করেছেন মাত্র। যদিও তা নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। খাড়গে নিজেই জানিয়েছেন, নির্বাচনের পরেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সূত্র মারফৎ জানা গিয়েছে টেলিফোনে প্রধানমন্ত্রীর মুখ ছাড়াও ইন্ডিয়া জোটের শক্তি এবং সাংগঠনিক বেশ কিছু বিষয়ে আলোচনা করেছেন রাহুল গান্ধী এবং নীতীশ কুমার। তবে সূত্রের খবর,বিহারের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই প্রস্তাবের ব্যাপারটি তিনি জানতেন না। সম্প্রতি বিহারে মন্ত্রিসভার রদবদল নিয়েও দুই নেতার আলোচনা হয়। এবারের মন্ত্রিসভার সম্প্রসারণ করে কংগ্রেসের বেশি বিধায়কের অন্তর্ভুক্তির প্রতিশ্রুতি দিয়েছেন নীতীশ। বৃহস্পতিবার ওয়ার্কিং কমিটির বৈঠকে কংগ্রেসের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে খুব দ্রুতই লোকসভা নির্বাচনের প্রচার শুরু করে দেবে তারা। ইন্ডিয়া জোটকে শক্তিশালী করার লক্ষ্যেও কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস নেতৃত্ব।
মমতা এবং কেজরিওয়াল দেশের প্রথম দলিত প্রধানমন্ত্রী হিসেবে মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করেছেন মাত্র। যদিও তা নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। খাড়গে নিজেই জানিয়েছেন, নির্বাচনের পরেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সূত্র মারফৎ জানা গিয়েছে টেলিফোনে প্রধানমন্ত্রীর মুখ ছাড়াও ইন্ডিয়া জোটের শক্তি এবং সাংগঠনিক বেশ কিছু বিষয়ে আলোচনা করেছেন রাহুল গান্ধী এবং নীতীশ কুমার। তবে সূত্রের খবর,বিহারের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই প্রস্তাবের ব্যাপারটি তিনি জানতেন না। সম্প্রতি বিহারে মন্ত্রিসভার রদবদল নিয়েও দুই নেতার আলোচনা হয়। এবারের মন্ত্রিসভার সম্প্রসারণ করে কংগ্রেসের বেশি বিধায়কের অন্তর্ভুক্তির প্রতিশ্রুতি দিয়েছেন নীতীশ। বৃহস্পতিবার ওয়ার্কিং কমিটির বৈঠকে কংগ্রেসের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে খুব দ্রুতই লোকসভা নির্বাচনের প্রচার শুরু করে দেবে তারা। ইন্ডিয়া জোটকে শক্তিশালী করার লক্ষ্যেও কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস নেতৃত্ব।
