আজকাল ওয়েবডেস্ক: দেশের করোনা সংক্রমণের গ্রাফ চিন্তা বাড়াচ্ছে ইতিমধ্যেই, সেই চিন্তা আরও কিছুটা বাড়াল রাজ্যে করোনা সংক্রমণের পরিসংখ্যান। বাংলায় করোনা আক্রান্ত ৮। শহরের একাধিক সরকারি, বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। উল্লেখ্য, বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যে কেবল ৩ জন করোনা আক্রান্তের খবর পাওয়া গিয়েছিল। জানা গিয়েছিল, বিহারের বাসিন্দা, ৬ মাসের এক শিশুকে দিন কয়েক আগে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল, তার শরীরে মিলেছে করোনা ভাইরাসের উপস্থিতি। হৃদরোগ এবং ম্যালেরিয়ার উপসর্গ নিয়ে ভর্তি হওয়া অন্য দুই রোগীর দেহেও করোনার সংক্রমণ মিলেছিল। দেশের উদ্বিগ্ন পরিস্থিতির মধ্যেই করোনা পরীক্ষায় রীতিমত তৎপর রাজ্য। উপসর্গ থাকলেই পরীক্ষা করানো হচ্ছে। বৃহস্পতিবারের পর, শুক্রবারেই জানা গেল রাজ্যে নতুন ৫ জনের দেশে করোনার সংক্রমণের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। তাঁরা শহরের একাধিক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন, কেউ কেউ বাড়িতেও আইসোলেশনে রয়েছেন। এদের মধ্যে দুজন একই পরিবারের সদস্য। তবে তাঁরা করোনার নয়া উপরূপ জেএন. ১-এ আক্রান্ত কিনা, তা জানা যায়নি এখনও। সূত্রের খবর, জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য কল্যাণীর ন্যাশনাল ইন্সটিটিউট অফ বায়োমেডিক্যাল জিনোমিক্সে পাঠানো হয়েছে।