নিতাই দে, আগরতলা:‌ বাংলাদেশী ড্রোন উদ্ধার। দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ার বল্লামুখা ভারত–বাংলাদেশ কাঁটাতার সীমান্তে। ভারত বাংলাদেশের কাঁটাতার থেকে প্রায় ৩০০ মিটার ভারতীয় সীমানার ভেতরে ফসলের জমিতে সোমবার সকালে উদ্ধার করা হয় ড্রোনটি।

জানা গেছে জমির কৃষক গোপাল পাল কাজের জন্য জমিতে যাওয়ার পর দেখে তার চাষের জমির মধ্যে একটি কিছু পরে আছে। কাছে যাওয়ার পর তিনি দেখেন এটি একটি ড্রোন। সঙ্গে সঙ্গে তিনি জমির মালিক সাধন মজুমদারের বাড়িতে নিয়ে আসেন এই ড্রোনটিকে উদ্ধার করে। সাধন বাবু সঙ্গে সঙ্গে বিলোনিয়া থানায় খবর দেন। ঘটনাস্থলে ছুটে আসেন বিলোনিয়া থানার পুলিশ সহ সীমান্ত এলাকায় কর্তব্যরত বিএসএফের আধিকারিকরা। পরবর্তী সময়ে বিএসএফের আধিকারিক ও পুলিশ ওই জমিতে যান এবং যে জায়গাতে ড্রোনটি পরে ছিল সেই জায়গাটি ভালভাবে তদন্ত করেন। তবে ড্রোনটি ভারতীয় না বাংলাদেশী তা তদন্ত করছে পুলিশ।

 এলাকাবাসীর বক্তব্য বেশ কিছুদিন ধরে এইরকম একটি ড্রোন এই সীমান্ত এলাকা দিয়ে আকাশে উড়ছিল। পুলিশ ড্রোনটিকে উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছে। এই ড্রোন উদ্ধারকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। ঘটনার খবর পেয়ে এলাকাবাসীরা সাধন বাবুর বাড়িতে ড্রোনটিকে দেখার জন্য ভিড় জমান। বিলোনিয়া থানার পুলিশ ও প্রশাসন ঘটনার তদন্ত করছে। রাজ্যে এর আগেও বধলাই জেলার কমলপুরে একটি বাংলাদেশী ড্রোন উদ্ধার হয়েছিল।