আজকাল ওয়েবডেস্ক: প্রযুক্তির যুগ। হোয়াটসঅ্যাপ-সহ একাধিক সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ ব্যবস্থা দিনে দিনে উন্নত হয়েছে, হচ্ছে। এখন দূরত্ব যতই হোক, কেবল মেসেজ কিংবা ফোনে কথা নয়, চাইলে যে কোনও মুহূর্তে একজন অপরজনকে ভিডিও কলে দেখতে পারেন। জানতে পারেন কী করছেন, কোথায় রয়েছেন।
হোয়াটসঅ্যাপে ভয়েস কল, ভিডিও কল-এর সুবিধা রয়েছে দীর্ঘদিন। তবে এবার সেখানে আসতে চলেছে কিছু বদল। হোয়াটসঅ্যাপ আপডেট ট্র্যাকার WABetaInfo-এর তথ্য, মেসেজিং প্ল্যাটফর্মটি ভয়েস কলের জন্য একটি 'মিউট' বিকল্প এবং ভিডিও কলের জন্য একটি ‘ডিসেবল ভিডিও' বিকল্প চালু করছে।
ভিডিও কলের ক্ষেত্রে কী হবে? সূত্রের খবর একটি নতুন আপডেট, ব্যবহারকারীদের ভিডিও কলের উত্তর দেওয়ার আগে তাদের ক্যামেরা বন্ধ করার সুযোগ দেবে। এক্ষেত্রে গোপনীয়তা রক্ষার বিষয়টি আরও শক্তিশালী হচ্ছে।বলেই মত ওয়াকিবহাল মহলের।
কাজ চলছে এই দুই বদলের উপর। আগামী সপ্তাহেই কার্যকরী করা হতে পারে বলে খবর সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে। উল্লেখ্য, দিন কয়েক আগেই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে বদল এসেছে। এখন ফেসবুক স্ট্যাটাসের মতোই সেখানেও ছবির সঙ্গে পছন্দের গান ব্যবহার করতে পারেন ব্যবহারকারীরা।
