আজকাল ওয়েবডেস্ক: সঙ্গী চয়নের ক্ষেত্রে নতুন প্রজন্মের অনেকেরই পছন্দ বিভিন্ন ডেটিং সাইট। কিন্তু অনেক সময় সাইটে যাঁকে পছন্দ হয়, বাস্তব জীবনে দেখা সাক্ষাতের পর তাঁকে ততটা মনে নাও ধরতে পারে। কিন্তু সম্প্রতি এক তরুণী প্রকাশ্যে আনলেন এমন এক অভিজ্ঞতার কথা যা শুনে আঁতকে উঠছেন নেটিজেনদের একাংশ।
ঠিক কী হয়েছে তরুণীর সঙ্গে? নেটপ্রভাবী এবং মডেল হানা ডেভিস সম্প্রতি নিজের একটি ডেটের কথা প্রকাশ করেছেন সমাজমাধ্যমে। হানা জানিয়েছেন ঘটনাটি ঘটেছিল ২০১৯ সালে। তখন তিনি কিছুটা একাকিত্বে ভুগছিলেন। কারণ ছোট থেকেই কোনও পুরুষসঙ্গী ছিল না তাঁর। তাই একটি ডেটিং সাইটে নাম লেখান তিনি। সেখানেই এক যুবকের সঙ্গে আলাপ হয় তাঁর। কিছুদিন কথপোকথন চলার পর হানার বাড়ির কাছাকাছি একটি পাবে দেখা করার সিদ্ধান্ত নেন দু'জন।
হানার দাবি, সেটাই তাঁর প্রথম ডেট। পাবে যেতেই ওই যুবক হানাকে জানান, তিনি ভেগান। অর্থাৎ, মাছ মাংস তো দূর, কোনও প্রাণীজ খাবারই তিনি খান না। খান না দুগ্ধজাত চিজ কিংবা পনিরও। কিন্তু কিছুটা মদ্যপান করার পরেই বদলে যায় তাঁর আচরণ। হানা জানান, হঠাৎ করেই যুবক তাঁকে জানান যে তাঁর মাংস খেতে ইচ্ছে করে না তা নয়। কিন্তু তিনি সেই ইচ্ছেকে অবদমিত করে রেখেছেন। সবচেয়ে বড় চমক আসে এর পরেই। যুবক জানান, তাঁর সবচেয়ে প্রথমে খাওয়ার ইচ্ছে মানুষের মাংস! এহেন স্বীকারোক্তি শোনার পরেই কোনওক্রমে সেখান থেকে বেরিয়ে আসেন হানা। আর কোনও দিন যুবকের সঙ্গে দেখা করেননি তিনি। এতো বছর পর হানা সেই অভিজ্ঞতার কথা জানাতেই ভাইরাল হানার ভিডিও।
