আজকাল ওয়েবডেস্ক: সীতারাম ইয়েচুরির পর সিপিএমের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলেন কেরলের প্রাক্তন মন্ত্রী ও প্রাক্তন রাজ্যসভার সাংসদ এম এ বেবি। রবিবার মাদুরাইতে শেষ হল সিপিএমের ২৪তম পার্টি কংগ্রেস। দলের পরবর্তী সাধারণ সম্পাদক পদে কে বসবেন, তা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র জল্পনা তৈরি হয়েছিল। পার্টি কংগ্রেস শেষের পর ঘোষণা করা হয়েছে এম এ বেবির নাম। 

 

সীতরাম ইয়েচুরি প্রয়াত হওয়ার পর এই পদটি ফাঁকাই ছিল। পলিটব্যুরোর সমন্বয়ক হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন প্রকাশ কারাট। তবে দলের নতুন সাধারণ সম্পাদক হিসেবে এম এ বেবি এবং অল ইন্ডিয়া কিষাণ সভার সভাপতি অশোক ধাওয়ালের নাম বিশেষভাবে উঠে আসছিল। 


অন্যদিকে, পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের নামও আলোচনায় থাকলেও তিনি রাজ্যে সংগঠনের কাজেই মনোনিবেশ করতে আগ্রহী বলে সূত্রের দাবি। তেলেঙ্গানা থেকে পলিটব্যুরোর সবচেয়ে বয়োজ্যেষ্ঠ নেতা বি ভি রাঘবুলুর নামও ঘুরছে। অবশেষে বেছে নেওয়া হল কেরলের প্রাক্তন মন্ত্রী ও রাজ্যসভার প্রাক্তন সদস্যকেই। কেরল ইউনিটের পূর্ণ সমর্থন ছিল তাঁর পেছনে। 


পাশাপাশি, সেন্ট্রাল কমিটিতে যোগ হয়েছে বেশ কিছু নতুন মুখ। প্রথমেই রয়েছে পিনারাই বিজয়নের নাম। বাংলা থেকে মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তী ছাড়াও জায়গা পেয়েছন শ্রীদীপ ভট্টাচার্য, মীনাক্ষী মুখার্জি। সিপিএমের হুগলি জেলা সম্পাদক দেবব্রত ঘোষ সহ আরও অনেকেই জায়গা পেয়েছেন সেন্ট্রাল কমিটিতে। পলিটব্যুরোর আমন্ত্রিত সদস্য হিসাবে রেখে দেওয়া হয়েছে প্রকাশ কারাট, মানিক সরকার ও বৃন্দা কারাটকে।