আজকাল ওয়েবডেস্ক: কলেজ প্রাঙ্গণে সহপাঠীদের সঙ্গে ক্রিকেট খেলেছিলেন ২১ বছরের তরুণ‌। খেলার মাঝেই ঘটল বিপত্তি। আচমকা মাটিতে লুটিয়ে পড়লেন। তারপর আর কোনও সাড়া পাওয়া গেল না। কলেজের মাঠে ক্রিকেট খেলার সময় মর্মান্তিক পরিণতি হল ছাত্রের। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল তাঁর। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার হায়দরাবাদে। পুলিশ জানিয়েছে, মৃত পড়ুয়ার নাম বিনয় কুমার। তিনি খাম্মাম জেলার বাসিন্দা ছিলেন। সিএমআর ইঞ্জিনিয়ারিং কলেজের চতুর্থ বর্ষের বিটেক পড়ুয়া ছিলেন। শুক্রবার সন্ধ্যায় হায়দরাবাদের মেডচাল এলাকায় সিএমআর ইঞ্জিনিয়ারিং কলেজের তরফে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। সেখানেই ঘটে ঘটনাটি। 

 

এদিন বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলাতেই মগ্ন ছিলেন বিনয়। ফিল্ডিং করার সময় হঠাৎ মুখ থুবড়ে পড়ে যান। দ্রুত সহপাঠীরা ছুটে আসেন। কলেজের অধ্যাপকরা দ্রুত বিনয়কে মাঠ থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে তড়িঘড়ি পৌঁছেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকরা এও জানিয়েছেন, কার্ডিয়াক অ্যারেস্টের জেরে মৃত্যু হয়েছে তাঁর। মেধাবী ছাত্রের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া পরিবার ও কলেজের সহপাঠীদের মধ্যে। অল্প বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে পড়ুয়ার মৃত্যুতে হতবাকও সকলে।